হৃদয় ঘুড়ি
যে আশায় স্বপ্ন বসতি
আঁখি যুগল তাকায়ে দূরে
তার সবটুকুই কি সম্ভাবনা
যা রয়েছে উদাসীর মনজুড়ে।
কি জানি কি ভাবনায়
সারাক্ষণ যা মনজুড়ে রয়
তার প্রাপ্তি কি শুধুই দুরাশা
নাকি ধোঁকা সম্মুখ সম্ভাবনায়।
যার লাগি হৃদয় কাঁদন
বুকজুড়ে সারাক্ষণ মাতম
তার দেখা কি মিলবে হায়
নাকি প্রতিক্ষা জনম জনম।
যে আশায় উড়ছে হৃদয় ঘুড়ি
তার সুতো কি যাবে ছিঁড়ি
নাকি উড়ে উড়ে ঐ প্রাপ্তিতে
কিম্বা শুধুই একাকি বাড়াবাড়ি।
বাড়াবাড়ি কিম্বা স্বপ্ন দেখা
সবকিছু অনিশ্চয়তা নির্ভর
হৃদয় ঘুড়ি তবু করে উড়াউড়ি
যদি পৌঁছায় প্রত্যাশা হৃদয় মাঝার।
আঁখি যুগল তাকায়ে দূরে
তার সবটুকুই কি সম্ভাবনা
যা রয়েছে উদাসীর মনজুড়ে।
কি জানি কি ভাবনায়
সারাক্ষণ যা মনজুড়ে রয়
তার প্রাপ্তি কি শুধুই দুরাশা
নাকি ধোঁকা সম্মুখ সম্ভাবনায়।
যার লাগি হৃদয় কাঁদন
বুকজুড়ে সারাক্ষণ মাতম
তার দেখা কি মিলবে হায়
নাকি প্রতিক্ষা জনম জনম।
যে আশায় উড়ছে হৃদয় ঘুড়ি
তার সুতো কি যাবে ছিঁড়ি
নাকি উড়ে উড়ে ঐ প্রাপ্তিতে
কিম্বা শুধুই একাকি বাড়াবাড়ি।
বাড়াবাড়ি কিম্বা স্বপ্ন দেখা
সবকিছু অনিশ্চয়তা নির্ভর
হৃদয় ঘুড়ি তবু করে উড়াউড়ি
যদি পৌঁছায় প্রত্যাশা হৃদয় মাঝার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৬/২০২২বাঃ সুন্দর
-
দ্বীপ সরকার ০২/০৬/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৬/২০২২অনেক সুন্দর কবিতা!
শুভ কামনা জানবেন সতত! -
ফয়জুল মহী ০১/০৬/২০২২অতীব মনোমুগ্ধকর ।
দারুণ কথামালা। অনেক শুভ কামনা ।