সময় দ্বিতীয় পর্ব
যে সময় হারিয়ে যায় পালিয়ে যায়
তাকে ধরে রাখা যায় না যায় না
উড়ন্ত বিহঙ্গের মতো সে সূদুরে হারায়
শুধু তার স্মৃতি বুকেতে করে আনাগোনা।
কিছু বুঝে ওঠার আগেই ভোরের আগমন
পাখির ডানায় উড়ে উড়ে দিন ফুরায়
আবার রজনী আবার ভোর যথাযথ ভাবেই
কাঁদিয়ে কাঁদিয়ে নীরবে অচেনায় হারায়।
জীবনের রোজনামচা সময়ের আসা যাওয়া
বোঝা যাক কিম্বা না বোঝাই থাকুক সব
ঐ নিঠুর সময় পালাবেই পালাবে নিরিবিলি
যতই হৃদপিন্ডের মাঝে উঠুক বিজয়ী কলরব।
শুধু মন বোঝানো দায় এই সময়ের খেলায়
সবকিছু কেন ধীরলয়ে হারিয়ে ই যায়
ধরতে পারিনি ধরা যায়নি মধুময় সময়
যদিও শীত বসন্ত শুধু আসে আর যায়।
তাকে ধরে রাখা যায় না যায় না
উড়ন্ত বিহঙ্গের মতো সে সূদুরে হারায়
শুধু তার স্মৃতি বুকেতে করে আনাগোনা।
কিছু বুঝে ওঠার আগেই ভোরের আগমন
পাখির ডানায় উড়ে উড়ে দিন ফুরায়
আবার রজনী আবার ভোর যথাযথ ভাবেই
কাঁদিয়ে কাঁদিয়ে নীরবে অচেনায় হারায়।
জীবনের রোজনামচা সময়ের আসা যাওয়া
বোঝা যাক কিম্বা না বোঝাই থাকুক সব
ঐ নিঠুর সময় পালাবেই পালাবে নিরিবিলি
যতই হৃদপিন্ডের মাঝে উঠুক বিজয়ী কলরব।
শুধু মন বোঝানো দায় এই সময়ের খেলায়
সবকিছু কেন ধীরলয়ে হারিয়ে ই যায়
ধরতে পারিনি ধরা যায়নি মধুময় সময়
যদিও শীত বসন্ত শুধু আসে আর যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ৩১/০৫/২০২২অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৫/২০২২বেশ সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০৫/২০২২বাহ্
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২২বাহ্ ,দারুণ প্রকাশ।
চমৎকার পরিবেশনা ।