সময়
ধরে রাখতে পারিনা সময়
কিছুতেই ধরে রাখা যায় না হায়
পরে থাকে শুধু অজস্র অসময়
থেকে থেকে কাদে বুজদিল হৃদয়।
কর্মজীবনের টানাপোড়ণ সারাবেলা
উদাস মনে কতো আর সয় বলো
ভাবনার সেই নীল আসমান উড়ে চলা
সময়ের অবগাহনে কোথায় হারালো।
উদাসী মনের অববাহিকায় যত দায়
তার সবটুকু হারিয়ে যায় অবলীলায়
রোজগারের দায়ে সপ্তাহ পার হয়ে যায়
ছুটির দিনে কাটে ক্ষণ ডাক্তার খানায়।
(সংক্ষিপ্ত)
কিছুতেই ধরে রাখা যায় না হায়
পরে থাকে শুধু অজস্র অসময়
থেকে থেকে কাদে বুজদিল হৃদয়।
কর্মজীবনের টানাপোড়ণ সারাবেলা
উদাস মনে কতো আর সয় বলো
ভাবনার সেই নীল আসমান উড়ে চলা
সময়ের অবগাহনে কোথায় হারালো।
উদাসী মনের অববাহিকায় যত দায়
তার সবটুকু হারিয়ে যায় অবলীলায়
রোজগারের দায়ে সপ্তাহ পার হয়ে যায়
ছুটির দিনে কাটে ক্ষণ ডাক্তার খানায়।
(সংক্ষিপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৭/১০/২০২২
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২২মনোমুগ্ধকর
শুভ কামনা রইলো -
আব্দুর রহমান আনসারী ৩০/০৫/২০২২ভালো
-
দ্বীপ সরকার ২৯/০৫/২০২২Nice
-
আমি-তারেক ২৯/০৫/২০২২Sundor vabnar prokah
-
আলমগীর সরকার লিটন ২৯/০৫/২০২২গীতিকবিতার মনে হলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৫/২০২২বেশ!
সুন্দর লেখা।
অশেষ শুভেচ্ছা।