মুহাম্মদ(সাঃ)
মুহাম্মদ নাম মোর গলার মালা
ঐ নামের গুনেই জুড়ায় জ্বালা
বুকেতে রেখে ঐ নামের ধেয়ান
খুলে যায় অন্তর চক্ষু সকল জ্ঞান।
আমার সকল কাজে সকল সময়
ঐ নামের গুনেই শক্তি জোগায়
কখনো তমশায় ডুবে গেলে মন
ঐ নামের গুনেই ফের হয় রওশন।
মুহাম্মদ নাম মোর গলায় পড়ি
সকল ব্যথায় মনেতে শান্তি ধরি
ঐ নামের ই দরুদ পড়ি সকাল সাঝে
সার্থকতা খুজে পাই সকল কাজে।
ঐ নামের ই রওশনে আলোকিত ধরা
সেই অালোতেই পাই মুক্তির ধারা
আমার হৃদয় দিনে রাতে ঐ নামেতে
মসগুল রয় সদা ঐ নামের ধ্যানেতে।
আমার হৃদয় মদিনাতে ছুটে যেতে
প্রিয় নবীজীর তরে সালাম জানাতে
ব্যাকুল সদা দিনে রাতে সারাবেলা
মসগুল রই আমি মুহাম্মদ নামেতে।
ঐ নামের গুনেই জুড়ায় জ্বালা
বুকেতে রেখে ঐ নামের ধেয়ান
খুলে যায় অন্তর চক্ষু সকল জ্ঞান।
আমার সকল কাজে সকল সময়
ঐ নামের গুনেই শক্তি জোগায়
কখনো তমশায় ডুবে গেলে মন
ঐ নামের গুনেই ফের হয় রওশন।
মুহাম্মদ নাম মোর গলায় পড়ি
সকল ব্যথায় মনেতে শান্তি ধরি
ঐ নামের ই দরুদ পড়ি সকাল সাঝে
সার্থকতা খুজে পাই সকল কাজে।
ঐ নামের ই রওশনে আলোকিত ধরা
সেই অালোতেই পাই মুক্তির ধারা
আমার হৃদয় দিনে রাতে ঐ নামেতে
মসগুল রয় সদা ঐ নামের ধ্যানেতে।
আমার হৃদয় মদিনাতে ছুটে যেতে
প্রিয় নবীজীর তরে সালাম জানাতে
ব্যাকুল সদা দিনে রাতে সারাবেলা
মসগুল রই আমি মুহাম্মদ নামেতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৫/২০২২সুন্দর না'তে রাসুল (সঃ)
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৫/২০২২ভাল লাগল।
-
ফয়জুল মহী ০৯/০৫/২০২২মনোযোগ দিয়ে কবিতা টি পাঠ করলাম।
খুব ভাল লাগলো -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৫/২০২২সুন্দর লেখা।