www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সব মুখ বন্ধ রয়

সব মুখ বন্ধ রয়
পৃথিবীটা নিশ্চুপ নিরবতায়
মূলতঃ বহমান সময়
প্রবাহমান স্বার্থপরতায়।


প‌্রতিবাদ হীনতায় স্তব্ধ
চ‌লে অসময় ধীরলয়
‌যেন অন্ধকার নগরী
হ‌বে না আর আ‌লোকময়।


‌দি‌কে দি‌কে নীরব হাহাকার
মানবতার ভীষণ পরাজয়
‌পোস্টম‌র্টেম হ‌চ্ছে অবনী
চা‌রি‌দি‌কে নিদারুণ অবক্ষয়।


তু‌মি আ‌মি আমরা সবাই
ভু‌লে‌তে ম‌জে অবলীলায়
যা হবার তাই ই হোক
‌নি‌য়ে‌ছি মে‌নে সব নি‌র্দ্ধিধায়।


এইভা‌বে চল‌তে চল‌তে ধরায়
অপরাধী‌দের জয়ধ্ব‌নি শোনা যায়
‌কোথাও কো‌নো শব্দ নাই
সব মুখ বন্ধ রয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভাল হয়েছে কবিতা। শুভকামনা।
  • বেশ বলেছেন!
  • বেশ ভাবনাময়
  • অনুপম সৃজন
 
Quantcast