সব মুখ বন্ধ রয়
সব মুখ বন্ধ রয়
পৃথিবীটা নিশ্চুপ নিরবতায়
মূলতঃ বহমান সময়
প্রবাহমান স্বার্থপরতায়।
প্রতিবাদ হীনতায় স্তব্ধ
চলে অসময় ধীরলয়
যেন অন্ধকার নগরী
হবে না আর আলোকময়।
দিকে দিকে নীরব হাহাকার
মানবতার ভীষণ পরাজয়
পোস্টমর্টেম হচ্ছে অবনী
চারিদিকে নিদারুণ অবক্ষয়।
তুমি আমি আমরা সবাই
ভুলেতে মজে অবলীলায়
যা হবার তাই ই হোক
নিয়েছি মেনে সব নির্দ্ধিধায়।
এইভাবে চলতে চলতে ধরায়
অপরাধীদের জয়ধ্বনি শোনা যায়
কোথাও কোনো শব্দ নাই
সব মুখ বন্ধ রয়।
পৃথিবীটা নিশ্চুপ নিরবতায়
মূলতঃ বহমান সময়
প্রবাহমান স্বার্থপরতায়।
প্রতিবাদ হীনতায় স্তব্ধ
চলে অসময় ধীরলয়
যেন অন্ধকার নগরী
হবে না আর আলোকময়।
দিকে দিকে নীরব হাহাকার
মানবতার ভীষণ পরাজয়
পোস্টমর্টেম হচ্ছে অবনী
চারিদিকে নিদারুণ অবক্ষয়।
তুমি আমি আমরা সবাই
ভুলেতে মজে অবলীলায়
যা হবার তাই ই হোক
নিয়েছি মেনে সব নির্দ্ধিধায়।
এইভাবে চলতে চলতে ধরায়
অপরাধীদের জয়ধ্বনি শোনা যায়
কোথাও কোনো শব্দ নাই
সব মুখ বন্ধ রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৪/২০২২অনেক ভাল হয়েছে কবিতা। শুভকামনা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৪/২০২২বেশ বলেছেন!
-
আলমগীর সরকার লিটন ০৭/০৪/২০২২বেশ ভাবনাময়
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৪/২০২২অনুপম সৃজন