অচেনা
মন বঁধুয়ার মনের জ্বালা
বোঝা বড় দায়
এই হাসি এই কান্না
অবিরত আমাকে ভাবায়।
কোথায় কিভাবে গড়মিল
সময় অসময়
বুঝে উঠতে পারিনা
তার মন বোঝা বড় দায়।
মন বঁধুয়ার মুখের হাসি
মলিন হলে আমি ফাঁসি
তার হাসিতে চাদের আলো
কত যে ভালোবাসি।
মন বঁধুয়ার নিরব কান্না
আমার সারাবেলা ভাবনা
এই রোদ এই বৃষ্টি কেন
কিছুতেই বোঝা যায় না।
মন বঁধুয়া বারেবারে
কেন যে হয় অচেনা রে
তাল কেটে যায় মোর
বঁধুয়ারে আজো খুঁজি রে।
বোঝা বড় দায়
এই হাসি এই কান্না
অবিরত আমাকে ভাবায়।
কোথায় কিভাবে গড়মিল
সময় অসময়
বুঝে উঠতে পারিনা
তার মন বোঝা বড় দায়।
মন বঁধুয়ার মুখের হাসি
মলিন হলে আমি ফাঁসি
তার হাসিতে চাদের আলো
কত যে ভালোবাসি।
মন বঁধুয়ার নিরব কান্না
আমার সারাবেলা ভাবনা
এই রোদ এই বৃষ্টি কেন
কিছুতেই বোঝা যায় না।
মন বঁধুয়া বারেবারে
কেন যে হয় অচেনা রে
তাল কেটে যায় মোর
বঁধুয়ারে আজো খুঁজি রে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২২সুন্দর বিরহের ধারা!
-
আলমগীর সরকার লিটন ৩১/০৩/২০২২চমৎকার কবি দা
-
ফয়জুল মহী ৩০/০৩/২০২২মনোমুগ্ধকর উপস্থাপন
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৩/২০২২মনবধুঁয়া মন বোঝে না।
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৩/২০২২অনুপম লেখা