হৃদয় বাগানে
অভিমানে অভিমানে হৃদয় বাগানে
ফোটে না আর ফুল সতত ব্যাকুল
ঝরে শুধু বৃষ্টি টিপটিপ টুপটাপ
সারাবেলা শ্রাবণ ধারা হৃদয় আকুল।
যে বরিষণে হৃদয় বাগানে হাহাকার
তার সবটুকু বোঝা মুসকিল
ধীরলয় চুপিসারে বুকের মাঝে রোজ
কি যে জ্বলন টের পায় শুধু দিল।
অভিমান ভুলে কাছাকাছি আসা
কিম্বা নতুন করে আবার শুরু
সময়ের প্রয়োজনে জীবনের আহ্বানে
সাহস সঞ্চয় দুরাশা বুকটা দুরু দুরু।
জ্বালা পোড়া আর হতাশার চাষবাসে
অভিমানে অভিমানে হৃদয়ের দেশে
ফুল ফোটানো দায়ভার শুধু কষ্ট আসে
জানা অজানার ভীড়ে শুধু হৃদয় ফাসে।
ফোটে না আর ফুল সতত ব্যাকুল
ঝরে শুধু বৃষ্টি টিপটিপ টুপটাপ
সারাবেলা শ্রাবণ ধারা হৃদয় আকুল।
যে বরিষণে হৃদয় বাগানে হাহাকার
তার সবটুকু বোঝা মুসকিল
ধীরলয় চুপিসারে বুকের মাঝে রোজ
কি যে জ্বলন টের পায় শুধু দিল।
অভিমান ভুলে কাছাকাছি আসা
কিম্বা নতুন করে আবার শুরু
সময়ের প্রয়োজনে জীবনের আহ্বানে
সাহস সঞ্চয় দুরাশা বুকটা দুরু দুরু।
জ্বালা পোড়া আর হতাশার চাষবাসে
অভিমানে অভিমানে হৃদয়ের দেশে
ফুল ফোটানো দায়ভার শুধু কষ্ট আসে
জানা অজানার ভীড়ে শুধু হৃদয় ফাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ৩০/০৩/২০২২অসাধারণ
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২২অতুলনীয় অনবদ্য কাব্য বুনন।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২চমৎকার