হৃদয় বাড়ি
সে তো এক নিঠুরিয়া
মোর ভালোবাসা নিয়া
করে ছলাকলা
ওগো করে ছলাকলা।
খুলে সে হৃদয় দুয়ার
ডাকে কাছে বারেবার
যদি তার পানে যাই
করে সে পালাই পালাই।
ওগো তারে বুঝিতে নারি
বসেছে সে হৃদয় বাড়ি
তবু সে অস্থির চনমনে
পোড়ায় মোরে ক্ষণে ক্ষণে।
নিঠুরিয়া বঁধুয়া মোর
সে তো নিদারুণ মনচোর
বুঝিনা তার ছলনা হায়
থেকে থেকে হৃদয় পোড়ায়।
কবে সে বুঝবে মোরে
শুধু প্রতিক্ষায় আছি রে
কবে বঁধুয়া হবে স্থির
গড়বো ভালোবাসার নীড়।
মোর ভালোবাসা নিয়া
করে ছলাকলা
ওগো করে ছলাকলা।
খুলে সে হৃদয় দুয়ার
ডাকে কাছে বারেবার
যদি তার পানে যাই
করে সে পালাই পালাই।
ওগো তারে বুঝিতে নারি
বসেছে সে হৃদয় বাড়ি
তবু সে অস্থির চনমনে
পোড়ায় মোরে ক্ষণে ক্ষণে।
নিঠুরিয়া বঁধুয়া মোর
সে তো নিদারুণ মনচোর
বুঝিনা তার ছলনা হায়
থেকে থেকে হৃদয় পোড়ায়।
কবে সে বুঝবে মোরে
শুধু প্রতিক্ষায় আছি রে
কবে বঁধুয়া হবে স্থির
গড়বো ভালোবাসার নীড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ৩০/০৩/২০২২বেশ সুন্দর মনোভাবনা।
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৩/২০২২বেশ প্রেমময় আবেশের ধারা!
-
মোঃ বুলবুল হোসেন ৩০/০৩/২০২২অপূর্ব
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২২অনেক সুন্দর লিখেছেন প্রিয কবি
অপার মুগ্ধতা রইলো। -
আলমগীর সরকার লিটন ২৯/০৩/২০২২সুন্দর অন্তমিল
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২চমৎকার। অনুপম।অনন্য।