তুমি এলে
হাজার হাজার যুগের পরে
তুমি এলে ওগো
এলে বুকের কাছে
এলে বৃষ্টি ঝরিয়ে আঁখিকোনে
তবু তুমি এলে ওগো।
তুমি এলে প্রশান্তি ছড়িয়ে
হৃদয়ের একূল ওকূল দুকূল ভড়িয়ে
তুমি এলে ওগো তুমি এলে
আমার ভুবনে আলো ছড়িয়ে।
কত কত দিনের পরে ওগো
তোমার পরশে নাচল হৃদয়
হাসিতে ভরলো অধোরখানি
ঘুচে গেল দুঃখ জ্বালা ছিল যতটুকু
তুমি ওগো তুমি মধুময়।
তুমি এলে বলেই ফের
জ্বলল হৃদয়বাতি
আশার আলোতে ভরল ভুবন
মন হলো প্রজাপতি
ওগো তুমি এলে মনজুড়ে
ভালোবেসে থেক চিরকাল বুকে
এই মোর আকুতি।
তুমি এলে ওগো
এলে বুকের কাছে
এলে বৃষ্টি ঝরিয়ে আঁখিকোনে
তবু তুমি এলে ওগো।
তুমি এলে প্রশান্তি ছড়িয়ে
হৃদয়ের একূল ওকূল দুকূল ভড়িয়ে
তুমি এলে ওগো তুমি এলে
আমার ভুবনে আলো ছড়িয়ে।
কত কত দিনের পরে ওগো
তোমার পরশে নাচল হৃদয়
হাসিতে ভরলো অধোরখানি
ঘুচে গেল দুঃখ জ্বালা ছিল যতটুকু
তুমি ওগো তুমি মধুময়।
তুমি এলে বলেই ফের
জ্বলল হৃদয়বাতি
আশার আলোতে ভরল ভুবন
মন হলো প্রজাপতি
ওগো তুমি এলে মনজুড়ে
ভালোবেসে থেক চিরকাল বুকে
এই মোর আকুতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৩/২০২২সুন্দর আবেশের ধারা!
-
ফয়জুল মহী ২৩/০৩/২০২২বাহ্ চমৎকার লেখা উপস্থাপন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৩/২০২২অসাধারণ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৩/০৩/২০২২অনুভূতি বেশ মন জুড়ানো।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ২৩/০৩/২০২২সুন্দর লেখা।
-
আলমগীর সরকার লিটন ২৩/০৩/২০২২চমৎকার গীতি কবিতা
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৩/২০২২চমৎকার