দায়
নিরবে যত ক্ষত লুকিয়ে রাখ
যা কিছু তোমায় নিরবে কাঁদায়
তার দায় সবটুকু তোমার ওগো
কিছু কি এড়াতে পারবে হায়।
যে ভাবনায় যে বাসনায় তুমি
মেলেছিলে হৃদয়ের বিহঙ্গ ডানা
সে ডানা ভেঙ্গে গেছে একেবারে
আর খুঁজে পাবে না ত সে ঠিকানা।
কোথায় যে হারিয়ে যায় হারিয়ে যায়
স্বপ্নগুলো কি জমে থাকে নীলিমায়
তার খোঁজ তার চাওয়া পাওয়ায়
সবটুকু দায় তোমাতেই মিশে রয়।
ঐ নীল নীলিমায় দাও উড়িয়ে উড়িয়ে
দায়টুকু বুকের কাছে রাখো জড়িয়ে
তুমি পালাতে চাইবে যত অবিরত
ক্ষতগুলো পোড়াবে বুকেতে জড়ায়ে।
যত ক্ষত লুকিয়ে রাখা যায় নিরালায়
তা কি কভু লুকিয়ে রবে অজানায়
ফিরে ফিরে বারে বারে জড়িয়ে ধরবে
পালাতে পারবে না ওগো কাঁদাবে তোমায়।
যা কিছু তোমায় নিরবে কাঁদায়
তার দায় সবটুকু তোমার ওগো
কিছু কি এড়াতে পারবে হায়।
যে ভাবনায় যে বাসনায় তুমি
মেলেছিলে হৃদয়ের বিহঙ্গ ডানা
সে ডানা ভেঙ্গে গেছে একেবারে
আর খুঁজে পাবে না ত সে ঠিকানা।
কোথায় যে হারিয়ে যায় হারিয়ে যায়
স্বপ্নগুলো কি জমে থাকে নীলিমায়
তার খোঁজ তার চাওয়া পাওয়ায়
সবটুকু দায় তোমাতেই মিশে রয়।
ঐ নীল নীলিমায় দাও উড়িয়ে উড়িয়ে
দায়টুকু বুকের কাছে রাখো জড়িয়ে
তুমি পালাতে চাইবে যত অবিরত
ক্ষতগুলো পোড়াবে বুকেতে জড়ায়ে।
যত ক্ষত লুকিয়ে রাখা যায় নিরালায়
তা কি কভু লুকিয়ে রবে অজানায়
ফিরে ফিরে বারে বারে জড়িয়ে ধরবে
পালাতে পারবে না ওগো কাঁদাবে তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ২৪/০৩/২০২২বাহ চমৎকার!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৩/০৩/২০২২দায় মুছে যাক ভালোবাসায়।
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৩/২০২২অনুপম সুন্দর
-
ফয়জুল মহী ২২/০৩/২০২২অনেক সুন্দর!
খুব ভালো লাগলো।