www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘ বালিকার অভিমান

‌‌তু‌মি রোমা‌ন্টিক নও
তু‌মি ভা‌লোবাস‌তে জা‌নো না
শুধু কাঁদাও মো‌রে সারা‌বেলা
‌মেঘ বা‌লিকার অ‌ভি‌যোগ
যুবক শো‌নে দি‌য়ে ম‌নো‌যোগ।


মুচ‌কি হে‌সে ব‌লে যুবক
ভা‌লোবাসা গভীর হ‌লে
এমন উপল‌ব্ধি হয় বু‌ঝেছ
ভুল বুঝ না মো‌রে, ভা‌লোবা‌সি
ভা‌লোব‌সি কত যে তোমায়।


তু‌মি মোর মন‌চোর
হৃদমাঝা‌রে তব বসবাস
সারা‌বেলা হৃদ‌য়ে তোমার গান
ভা‌লোবা‌সি তোমায় অফুরান
ও‌গো মেঘ বা‌লিকা ভা‌লোবা‌সি
ভা‌লোবা‌সি কত যে তোমায়।


‌মি‌থ্যে ব‌লো তু‌মি
তু‌মি বড় ধোঁকাবাজ প্রিয়
কাঁদাও মো‌রে সারাক্ষণ
ভা‌লোবাস না ক‌রো অ‌ভিনয়
‌তোমার কারসা‌জি বু‌ঝে‌ছি আ‌মি
ঠকা‌তে চাও মো‌রে ভা‌লোবাসায়।


না গো নয় ও‌গো মেঘ বা‌লিকা
ঐ আকা‌শের তারা সাক্ষী
সাক্ষী আকাশ বাতাস
‌মোর ভা‌লোবাসা চিরকাল খাঁটি
ভা‌লোবা‌সি কত যে তোমায়।


ব‌লে মেঘ বা‌লিকা ত‌বে চ‌লো
ভা‌লোবাসা ভা‌লোবাসা‌তে মিলাই
ঐ দূর পাহা‌ড়ের বু‌কে চ‌লো হারাই
অথবা সমুদ্র কিনা‌রে নি‌য়ে চ‌লো মো‌রে
দুজ‌নে ভা‌লোবাসায় হা‌রি‌য়ে যাই।


‌ঠিক আ‌ছে চ‌লো আজ যাব অ‌চেনায়
‌দে‌খি খু‌ঁজে ত‌বে ভা‌লোবাসা কা‌রে কয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর অনুভূতির ব্যক্ততা!
  • ফয়জুল মহী ২১/০৩/২০২২
    অসাধারণ সৌন্দর্যমন্ডিত সৃজন।
  • ভাল লাগল।
  • দারুণ
  • বেশ সুন্দর
 
Quantcast