মেঘ বালিকার অভিমান
তুমি রোমান্টিক নও
তুমি ভালোবাসতে জানো না
শুধু কাঁদাও মোরে সারাবেলা
মেঘ বালিকার অভিযোগ
যুবক শোনে দিয়ে মনোযোগ।
মুচকি হেসে বলে যুবক
ভালোবাসা গভীর হলে
এমন উপলব্ধি হয় বুঝেছ
ভুল বুঝ না মোরে, ভালোবাসি
ভালোবসি কত যে তোমায়।
তুমি মোর মনচোর
হৃদমাঝারে তব বসবাস
সারাবেলা হৃদয়ে তোমার গান
ভালোবাসি তোমায় অফুরান
ওগো মেঘ বালিকা ভালোবাসি
ভালোবাসি কত যে তোমায়।
মিথ্যে বলো তুমি
তুমি বড় ধোঁকাবাজ প্রিয়
কাঁদাও মোরে সারাক্ষণ
ভালোবাস না করো অভিনয়
তোমার কারসাজি বুঝেছি আমি
ঠকাতে চাও মোরে ভালোবাসায়।
না গো নয় ওগো মেঘ বালিকা
ঐ আকাশের তারা সাক্ষী
সাক্ষী আকাশ বাতাস
মোর ভালোবাসা চিরকাল খাঁটি
ভালোবাসি কত যে তোমায়।
বলে মেঘ বালিকা তবে চলো
ভালোবাসা ভালোবাসাতে মিলাই
ঐ দূর পাহাড়ের বুকে চলো হারাই
অথবা সমুদ্র কিনারে নিয়ে চলো মোরে
দুজনে ভালোবাসায় হারিয়ে যাই।
ঠিক আছে চলো আজ যাব অচেনায়
দেখি খুঁজে তবে ভালোবাসা কারে কয়।
তুমি ভালোবাসতে জানো না
শুধু কাঁদাও মোরে সারাবেলা
মেঘ বালিকার অভিযোগ
যুবক শোনে দিয়ে মনোযোগ।
মুচকি হেসে বলে যুবক
ভালোবাসা গভীর হলে
এমন উপলব্ধি হয় বুঝেছ
ভুল বুঝ না মোরে, ভালোবাসি
ভালোবসি কত যে তোমায়।
তুমি মোর মনচোর
হৃদমাঝারে তব বসবাস
সারাবেলা হৃদয়ে তোমার গান
ভালোবাসি তোমায় অফুরান
ওগো মেঘ বালিকা ভালোবাসি
ভালোবাসি কত যে তোমায়।
মিথ্যে বলো তুমি
তুমি বড় ধোঁকাবাজ প্রিয়
কাঁদাও মোরে সারাক্ষণ
ভালোবাস না করো অভিনয়
তোমার কারসাজি বুঝেছি আমি
ঠকাতে চাও মোরে ভালোবাসায়।
না গো নয় ওগো মেঘ বালিকা
ঐ আকাশের তারা সাক্ষী
সাক্ষী আকাশ বাতাস
মোর ভালোবাসা চিরকাল খাঁটি
ভালোবাসি কত যে তোমায়।
বলে মেঘ বালিকা তবে চলো
ভালোবাসা ভালোবাসাতে মিলাই
ঐ দূর পাহাড়ের বুকে চলো হারাই
অথবা সমুদ্র কিনারে নিয়ে চলো মোরে
দুজনে ভালোবাসায় হারিয়ে যাই।
ঠিক আছে চলো আজ যাব অচেনায়
দেখি খুঁজে তবে ভালোবাসা কারে কয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৩/২০২২সুন্দর অনুভূতির ব্যক্ততা!
-
ফয়জুল মহী ২১/০৩/২০২২অসাধারণ সৌন্দর্যমন্ডিত সৃজন।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৩/২০২২ভাল লাগল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৩/২০২২দারুণ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৩/২০২২বেশ সুন্দর