বিষাদ পরতে পরতে
আমার জানা শুনার বাইরে
মন মাঝে যা নাইরে
আজ তারই মাঝে বসবাস
বিরহ বুকে কাটে বারোমাস।
দুর্ভাগ্যের প্রবাহে জীবন স্রোতে
ভেসে ভেসে হারাই অজানাতে
বিষাদ জীবনের পরতে পরতে
তেঁতো হয়ে যায় সবকিছু দিনে রাতে।
যা না ছিল ভাবনায়
তার উপলব্ধি অনুভবে হায়
থেকে থেকে শুধু পোড়ায়
দিবস রজনী ডুব অমানিশায়।
আজ সমঝোতা বারবার
বসবাস বিরহ মাঝার
কষ্ট কান্নার সমারোহ বুকে
পথ চলা শুধু ধুঁকে ধুঁকে।
জীবন মাঝে এইভাবে
চাওয়া পাওয়ার গড়মিল রবে
আমি বুঝিনি কভু হায়
স্বপ্নেরা কালের খেয়ায় হারায়।
মন মাঝে যা নাইরে
আজ তারই মাঝে বসবাস
বিরহ বুকে কাটে বারোমাস।
দুর্ভাগ্যের প্রবাহে জীবন স্রোতে
ভেসে ভেসে হারাই অজানাতে
বিষাদ জীবনের পরতে পরতে
তেঁতো হয়ে যায় সবকিছু দিনে রাতে।
যা না ছিল ভাবনায়
তার উপলব্ধি অনুভবে হায়
থেকে থেকে শুধু পোড়ায়
দিবস রজনী ডুব অমানিশায়।
আজ সমঝোতা বারবার
বসবাস বিরহ মাঝার
কষ্ট কান্নার সমারোহ বুকে
পথ চলা শুধু ধুঁকে ধুঁকে।
জীবন মাঝে এইভাবে
চাওয়া পাওয়ার গড়মিল রবে
আমি বুঝিনি কভু হায়
স্বপ্নেরা কালের খেয়ায় হারায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৩/২০২২বেশ প্রবাহমান বিরহের ধারা।
-
আলমগীর সরকার লিটন ১৫/০৩/২০২২চমৎকার এক অনুভব
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৩/২০২২অনুপম