বুকে তুলে নাও
পর ধর্মে পর মতে
হিংসা করো না ভাই
আদম সন্তান সবে
বুকে তুলে নাও তাই।
তোমার হিংসা ধরনী পরে
শুধু হিংসাই বাড়াবে ভাই
ভালোবাসা ছড়িয়ে দাও
এর চেয়ে সুখ আর নাই।
পর ধর্ম পর মতে
তুমি গালি দিলে ভাই
প্রতিদানে গালিই জুটবে
ভালোবেসে দেখ তাই।
ধর্ম কিম্বা রাজনীতির
হিসেবে করো না বিচার
মানুষকে মানুষ ভেবে
অধিকার দাও তার।
ধরা পরে ভালোবাসা
বিলাও সবার তরে
এই দুনিয়ার সবাই আপন
পর ভাবো তবে কারে।
সাদা কালো উচু নিচু
রাজনীতি কিম্বা ধর্মের
অনুভূতিতে করো না বিচার
ভালোবাসা চাই তোমাদের।
ধরনী র পরে সবাইকে
ভালোবাস মানুষ ভেবে
কারো তরে হেন না আঘাত
আদম সন্তান সবে।
হিংসা করো না ভাই
আদম সন্তান সবে
বুকে তুলে নাও তাই।
তোমার হিংসা ধরনী পরে
শুধু হিংসাই বাড়াবে ভাই
ভালোবাসা ছড়িয়ে দাও
এর চেয়ে সুখ আর নাই।
পর ধর্ম পর মতে
তুমি গালি দিলে ভাই
প্রতিদানে গালিই জুটবে
ভালোবেসে দেখ তাই।
ধর্ম কিম্বা রাজনীতির
হিসেবে করো না বিচার
মানুষকে মানুষ ভেবে
অধিকার দাও তার।
ধরা পরে ভালোবাসা
বিলাও সবার তরে
এই দুনিয়ার সবাই আপন
পর ভাবো তবে কারে।
সাদা কালো উচু নিচু
রাজনীতি কিম্বা ধর্মের
অনুভূতিতে করো না বিচার
ভালোবাসা চাই তোমাদের।
ধরনী র পরে সবাইকে
ভালোবাস মানুষ ভেবে
কারো তরে হেন না আঘাত
আদম সন্তান সবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ১৫/০৩/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৩/২০২২জেগে উঠুক মানুষের প্রতি মানুষের ভালোবাসা।
-
অভিজিৎ হালদার ১৪/০৩/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২২নান্দনিক অনুভূতির বেশ চমৎকার কাব্য।আমিও অনেক মুগ্ধ
-
মোঃ বুলবুল হোসেন ১৪/০৩/২০২২চমৎকার
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৩/২০২২হিংসা মানুষের বিশ্বাসকে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়।
বিশ্বাসের ভিত্তিতে ধর্মের পার্থক্য হয়ে থাকে। কবিতার চিন্তাটা বেশ ভাল। কিন্তু
কিছু কিছু জায়াগায় ছন্দ পতন হয়েছে প্রতীয়মান হয়। আমার কাছে মনে হয়েছে।
আগামী হোক আরো সুন্দর। -
আব্দুর রহমান আনসারী ১৪/০৩/২০২২মানবিকতার অনন্য লেখনী