রঙিন দুনিয়া
রং চং এই রঙের দুনিয়া
কত রঙের মানুষ,কত রকম
যায় যে খেলিয়া।
সবে চায় জিততে
মসনদে বসতে
পরাজয়ে ডর শুধু
চায় না কেউ মানতে।
বিজয়ী হওয়ার বাসনা
সুখের কামনা
উঁচু নিচু সকলের মনে
স্বর্গ সুখের প্রার্থনা।
কোথায় প্রকৃত সুখ
কেউ দেখে না ভাবিয়া
পরোপকারে মন নাই তাই
যায় নিজের সুখ রচিয়া।
রং চং এই রঙিন দুনিয়া
ওগো মানুষ পরার্থে কিছু
যাও না করিয়া
এর মাঝেই প্রকৃত সুখ
দেখও না তুমি ভাবিয়া।
কত রঙের মানুষ,কত রকম
যায় যে খেলিয়া।
সবে চায় জিততে
মসনদে বসতে
পরাজয়ে ডর শুধু
চায় না কেউ মানতে।
বিজয়ী হওয়ার বাসনা
সুখের কামনা
উঁচু নিচু সকলের মনে
স্বর্গ সুখের প্রার্থনা।
কোথায় প্রকৃত সুখ
কেউ দেখে না ভাবিয়া
পরোপকারে মন নাই তাই
যায় নিজের সুখ রচিয়া।
রং চং এই রঙিন দুনিয়া
ওগো মানুষ পরার্থে কিছু
যাও না করিয়া
এর মাঝেই প্রকৃত সুখ
দেখও না তুমি ভাবিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৩/২০২২সুন্দর আহ্বান প্রিয় কবি!
-
ফয়জুল মহী ১৩/০৩/২০২২চমৎকার প্রকাশ করেছেন ।
-
রূপক কুমার রক্ষিত ১৩/০৩/২০২২অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৩/২০২২অপূর্ব
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৩/২০২২অপূর্ব সৃজনে একরাশ মুগ্ধতা