খোঁজ
যে পথে যে ভাবনায়
মন ভেসে চলে হায়
তার কোনো দেখা নাই
উল্টো পথে চলাচল তাই।
হৃদয়ের কামনা বাসনা
বন্ধ রেখে আনাগোনা
সংগ্রাম শুধু সারাবেলা
সহ্য সময়ের ছলাকলা।
অসহায়ত্বে টিকে থাকা
একূল ওকূল সবই ফাঁকা
অসমতল পথের রেখা
চুপচাপ নীরবে দেখা।
কন্টকিত পথ আঁকাবাকা
স্বপ্নের পথে শুধু ধোঁকা
চলতে চলতে আঁখিজল
পরিশেষ থাকে সম্বল।
যে প্রত্যাশায় অবগাহন
যার তরে শুধু কাঁদন
সে ত অধরাই থাকে
শুধু খোঁজ জীবন বাকে।
মন ভেসে চলে হায়
তার কোনো দেখা নাই
উল্টো পথে চলাচল তাই।
হৃদয়ের কামনা বাসনা
বন্ধ রেখে আনাগোনা
সংগ্রাম শুধু সারাবেলা
সহ্য সময়ের ছলাকলা।
অসহায়ত্বে টিকে থাকা
একূল ওকূল সবই ফাঁকা
অসমতল পথের রেখা
চুপচাপ নীরবে দেখা।
কন্টকিত পথ আঁকাবাকা
স্বপ্নের পথে শুধু ধোঁকা
চলতে চলতে আঁখিজল
পরিশেষ থাকে সম্বল।
যে প্রত্যাশায় অবগাহন
যার তরে শুধু কাঁদন
সে ত অধরাই থাকে
শুধু খোঁজ জীবন বাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০২২ভাল।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৩/২০২২জীবনবোধের সুন্দর কবিতা!
-
ফয়জুল মহী ১১/০৩/২০২২অপূর্ব লেখা,পড়ে মন ছুঁয়ে গেল।
-
আব্দুর রহমান আনসারী ১১/০৩/২০২২খুবই সুন্দর। একরাশ মুগ্ধতা।