ভালোবাসার আহ্বান
একটু ফিরে তাকাও
এভাবে কেন যাও
তোমায় কত ভালোবাসি
তা তো শুনে যাও।
তোমার জন্য দিবস রজনী
বিরহে কাটে ওগো সজনী
কেন তুমি দূরেতে রও
দিয়ে মধুর হাতছানি।
এভাবে চলে যেতে নেই
একটু তো সাড়া দাও
দেখ আমি দাঁড়িয়ে একা
ভালোবাসার মূল্য তো দাও।
এই তোমার ই জন্যে
যুগ যুগ পথ চেয়ে
রয়েছি আমি প্রতীক্ষায়
একটু ভাবো আমায় নিয়ে।
এইভাবে যেও না চলে
রে বঁধুয়া আমায় ফেলে
একটু ফিরে তাকাও
ভালোবাসি তোমায় পলে পলে।
এভাবে কেন যাও
তোমায় কত ভালোবাসি
তা তো শুনে যাও।
তোমার জন্য দিবস রজনী
বিরহে কাটে ওগো সজনী
কেন তুমি দূরেতে রও
দিয়ে মধুর হাতছানি।
এভাবে চলে যেতে নেই
একটু তো সাড়া দাও
দেখ আমি দাঁড়িয়ে একা
ভালোবাসার মূল্য তো দাও।
এই তোমার ই জন্যে
যুগ যুগ পথ চেয়ে
রয়েছি আমি প্রতীক্ষায়
একটু ভাবো আমায় নিয়ে।
এইভাবে যেও না চলে
রে বঁধুয়া আমায় ফেলে
একটু ফিরে তাকাও
ভালোবাসি তোমায় পলে পলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১২/০৩/২০২২আবেগমাখা আকুতি ভালো লাগলো ।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৩/২০২২বেশ আন্তরিক আকুতি!
-
ফয়জুল মহী ১০/০৩/২০২২প্রত্যয়ের অনুপম প্রকাশ
একরাশ মুগ্ধতা কবি -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৩/২০২২ভাল লেখা।
-
আব্দুর রহমান আনসারী ১০/০৩/২০২২সুন্দর