ভালোবাসা
বলে দিতে পারি তোমাকে সে কথা
কতটা ভালোবাসা বুকেতে জমা রয়
কতটা ভালোবাসায় মানুষ আপন হয়
কতটা ভালোবাসায় পথের রেখা থেমে যায়
তুমি শুনতে চাইলে বলতে পারি
জমানো দীর্ঘশ্বাসের মানে কি
কেন বারবার আঁখিকোনে সলিল বয়।
তুমি জানতে চাইলে বন্ধু ওগো
বলে দিতে পারি হৃদয়ের কথা
আমার বুকের অপ্রকাশিত ভাষা
হরদম হবে আলোকিত তোমার পরশে
যদি তুমি অভয় দাও হাত বাড়াও
যদি তোমার আঁখিকোণে প্রশ্ন জাগে
তবে উত্তরগুলো তৈরি পাবে অবলীলায়।
আমি বলে দিতে পারি তোমাকে সবটুকু
তোমার মনের বাসনায় চাওয়া পাওয়ায়
যদি কভু ভালোবাসা জাগ্রত হয়
যদি তোমার বাসনা আমাতে মিলায়
তবে বলে দেব বলে দেব আমি তোমাকেই
দুটি হৃদয়ের ভালোবাসা কারে কয়।
কতটা ভালোবাসা বুকেতে জমা রয়
কতটা ভালোবাসায় মানুষ আপন হয়
কতটা ভালোবাসায় পথের রেখা থেমে যায়
তুমি শুনতে চাইলে বলতে পারি
জমানো দীর্ঘশ্বাসের মানে কি
কেন বারবার আঁখিকোনে সলিল বয়।
তুমি জানতে চাইলে বন্ধু ওগো
বলে দিতে পারি হৃদয়ের কথা
আমার বুকের অপ্রকাশিত ভাষা
হরদম হবে আলোকিত তোমার পরশে
যদি তুমি অভয় দাও হাত বাড়াও
যদি তোমার আঁখিকোণে প্রশ্ন জাগে
তবে উত্তরগুলো তৈরি পাবে অবলীলায়।
আমি বলে দিতে পারি তোমাকে সবটুকু
তোমার মনের বাসনায় চাওয়া পাওয়ায়
যদি কভু ভালোবাসা জাগ্রত হয়
যদি তোমার বাসনা আমাতে মিলায়
তবে বলে দেব বলে দেব আমি তোমাকেই
দুটি হৃদয়ের ভালোবাসা কারে কয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ২৫/০৩/২০২২সুন্দর ভালবাসার কবিতা।
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২২প্রত্যয়ের অনুপম প্রকাশ
একরাশ মুগ্ধতা কবি -
আলমগীর সরকার লিটন ০৯/০৩/২০২২ভালবাসার রূপ ভিন্ন ভিন্ন স্বাদ কবি দা
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৯/০৩/২০২২অনন্য সুন্দর লেখা।
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৩/২০২২ভাল লেখা