www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা রেখে গেলাম দ্বিতীয় পর্ব

‌কেউ গা‌লি দিল মো‌রে ই‌চ্ছেম‌তো
‌কেউ বাঁধ‌লো ভা‌লোবাসায়
আ‌মি শুধু দিন গু‌নি আশায় আশায়
কখন রজনীর এই আঁধার ফুরায়।


আঁধা‌রের বু‌কে আ‌লোর চাষবাস
ক‌রে ক‌রে রোজ রোজ আ‌মি
কা‌রো কা‌রো কা‌ছে হ‌য়ে‌ছি অপরা‌ধি
আবার কেউ বে‌সে‌ছে ভা‌লো জা‌নে অন্তর্যামী।


‌সে যাই হোক ভা‌লোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপা‌লে
‌দিবস রজনী জে‌গে থে‌কে ও‌গো সজনী
গাইব গান মানবতার ভা‌লোবাসার তা‌লে তা‌লে।


আমি ‌বিহ‌ঙ্গের ম‌তো উ‌ড়ে উ‌ড়ে
সু‌রে সু‌রে ভা‌লোবাসার গান বাঁধলাম
‌কেউ ভা‌লোবাসুক অথবা নাই বাসুক
সক‌লের ত‌রে শুধু ভা‌লোবাসা রে‌খে গেলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একদম!
    সকলের তরে রাখলে প্রাণ, তবেই বাঁচে জনমের মান!
  • ফয়জুল মহী ০৮/০৩/২০২২
    Excellent written
    Best wishes
  • দারুণ
  • অসাধারন লেখায় একরাশ মুগ্ধ্তা
 
Quantcast