ভালোবাসা রেখে গেলাম দ্বিতীয় পর্ব
কেউ গালি দিল মোরে ইচ্ছেমতো
কেউ বাঁধলো ভালোবাসায়
আমি শুধু দিন গুনি আশায় আশায়
কখন রজনীর এই আঁধার ফুরায়।
আঁধারের বুকে আলোর চাষবাস
করে করে রোজ রোজ আমি
কারো কারো কাছে হয়েছি অপরাধি
আবার কেউ বেসেছে ভালো জানে অন্তর্যামী।
সে যাই হোক ভালোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপালে
দিবস রজনী জেগে থেকে ওগো সজনী
গাইব গান মানবতার ভালোবাসার তালে তালে।
আমি বিহঙ্গের মতো উড়ে উড়ে
সুরে সুরে ভালোবাসার গান বাঁধলাম
কেউ ভালোবাসুক অথবা নাই বাসুক
সকলের তরে শুধু ভালোবাসা রেখে গেলাম।
কেউ বাঁধলো ভালোবাসায়
আমি শুধু দিন গুনি আশায় আশায়
কখন রজনীর এই আঁধার ফুরায়।
আঁধারের বুকে আলোর চাষবাস
করে করে রোজ রোজ আমি
কারো কারো কাছে হয়েছি অপরাধি
আবার কেউ বেসেছে ভালো জানে অন্তর্যামী।
সে যাই হোক ভালোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপালে
দিবস রজনী জেগে থেকে ওগো সজনী
গাইব গান মানবতার ভালোবাসার তালে তালে।
আমি বিহঙ্গের মতো উড়ে উড়ে
সুরে সুরে ভালোবাসার গান বাঁধলাম
কেউ ভালোবাসুক অথবা নাই বাসুক
সকলের তরে শুধু ভালোবাসা রেখে গেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৩/২০২২
-
ফয়জুল মহী ০৮/০৩/২০২২Excellent written
Best wishes -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৩/২০২২দারুণ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৩/২০২২অসাধারন লেখায় একরাশ মুগ্ধ্তা
সকলের তরে রাখলে প্রাণ, তবেই বাঁচে জনমের মান!