তুমি তৃতীয় পর্ব
তুমি বৃষ্টির মতো এসে
যেও নাকো চলে
তুমি থাকো জড়ায়ে
হৃদয়ে হৃদয় মিশায়ে।
তোমার আমার ভালোবাসা
নয়তো আসা যাওয়া
বন্ধন রেখ গো অটুট
আজীবন ভালোবাসা থাকুক।
বৃষ্টি এসে প্রশান্তি ছড়ায়ে
যায় যে দূরে হারায়ে
তুমি ওগো যেও না চলে
কাছে থেক পলে পলে।
তুমি বৃষ্টি হয়ে ঝরে
যদি হারাও সুদূরে
কি থাকবে বলো মোর
তুমিই তো মোর মনচোর।
যেও নাকো চলে
তুমি থাকো জড়ায়ে
হৃদয়ে হৃদয় মিশায়ে।
তোমার আমার ভালোবাসা
নয়তো আসা যাওয়া
বন্ধন রেখ গো অটুট
আজীবন ভালোবাসা থাকুক।
বৃষ্টি এসে প্রশান্তি ছড়ায়ে
যায় যে দূরে হারায়ে
তুমি ওগো যেও না চলে
কাছে থেক পলে পলে।
তুমি বৃষ্টি হয়ে ঝরে
যদি হারাও সুদূরে
কি থাকবে বলো মোর
তুমিই তো মোর মনচোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২২’তুমি’ বিনে জীবন সত্যিই বড় নিঃসঙ্গ!
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ০৬/০৩/২০২২সুনীল গঙ্গোপাধ্যায়ের মত অঝর ধারা। শুভেচ্ছা কবি।
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২২বাহ সুন্দর এক ছন্দময় অনুভব
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৩/২০২২অনুপম