জীবন
একাকি দাঁড়িয়ে জীবনের বালুচরে
চলতে চলতে এই অবনী পরে
মূলতঃ কেউ সঙ্গী হয় নারে
শুধু অভিনয় জীবন জুড়ে।
সত্য মিথ্যা একাকার বারেবারে
মিথ্যার জয়জয়কারে
সত্য হারাতে চায় রে
সবেতে ডুব শুধু স্বার্থের পরে।
দুনিয়া জুড়ে এইভাবে স্বার্থের তরে
সবে একাকি ছোটে আপন করে
আর শুধু অভিনয় জীবনজুড়ে
ব্যর্থ জীবনের বালুচরে।
জীবনের এই অদ্ভূত খেলা রে
নিঠুর নিয়তির সাজানো ঘরে
পুতুলের মতো অভিনয় করে
টিকে থাকা জীবনের বালুচরে।
চলতে চলতে এই অবনী পরে
মূলতঃ কেউ সঙ্গী হয় নারে
শুধু অভিনয় জীবন জুড়ে।
সত্য মিথ্যা একাকার বারেবারে
মিথ্যার জয়জয়কারে
সত্য হারাতে চায় রে
সবেতে ডুব শুধু স্বার্থের পরে।
দুনিয়া জুড়ে এইভাবে স্বার্থের তরে
সবে একাকি ছোটে আপন করে
আর শুধু অভিনয় জীবনজুড়ে
ব্যর্থ জীবনের বালুচরে।
জীবনের এই অদ্ভূত খেলা রে
নিঠুর নিয়তির সাজানো ঘরে
পুতুলের মতো অভিনয় করে
টিকে থাকা জীবনের বালুচরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৩/২০২২দুনিয়ার ধারা-ই যেন স্বার্থের খেলা প্রিয় কবি!
-
ফয়জুল মহী ০২/০৩/২০২২অসাধারণ ভাবনার প্রকাশ করেছেন
পড়ে মুগ্ধ হলাম -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৩/২০২২হতাশার বালুচর দেখা দিল কবি, কবিতায়।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৩/২০২২ভাল লেখা
-
আলমগীর সরকার লিটন ০২/০৩/২০২২খুব সুন্দর রে এর ব্যবহার কবি দা
-
আব্দুর রহমান আনসারী ০২/০৩/২০২২সুন্দর