তুমি
গুন গুন গান সারাক্ষণ
হৃদয়পুরে
সে তোমারই কারণ।
হৃদয়ের দুকূল জুড়ে
যে সুখের পরশ
সে তোমারই কারণ।
ব্যথিত পরাণে সান্ত্বনা
স্বপ্ন বোনার উৎসাহ
সে তোমারই কারণ।
ওগো প্রিয়তমা মোর
হৃদয়ে যতটুকু শক্তি
সে তোমারই কারণ।
রোজ রোজ যে সংগ্রাম
টিকে থাকা অবিরাম
সে তোমারই কারণ।
আমি আজ স্বপ্ন বুনি
বেঁচে থাকার প্রত্যয়ে
সে তোমারই কারণ।
হৃদয়পুরে
সে তোমারই কারণ।
হৃদয়ের দুকূল জুড়ে
যে সুখের পরশ
সে তোমারই কারণ।
ব্যথিত পরাণে সান্ত্বনা
স্বপ্ন বোনার উৎসাহ
সে তোমারই কারণ।
ওগো প্রিয়তমা মোর
হৃদয়ে যতটুকু শক্তি
সে তোমারই কারণ।
রোজ রোজ যে সংগ্রাম
টিকে থাকা অবিরাম
সে তোমারই কারণ।
আমি আজ স্বপ্ন বুনি
বেঁচে থাকার প্রত্যয়ে
সে তোমারই কারণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাওন সিংহ ০১/০৩/২০২২🌷
-
মোঃ বুলবুল হোসেন ০১/০৩/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২৮/০২/২০২২অসাধারণ উপস্থাপন ,
-
আব্দুর রহমান আনসারী ২৮/০২/২০২২ভালবাসার কতকথা! বেশ সুখপাঠ্য।