স্মৃতিময় ভালোবাসা দ্বিতীয় পর্ব
কথা ছিলো তুমি আসবে
আর ভালোবাসবে
সে তুমি আর এলে না
আর ভালোবাসাও হলো না।
তোমার বিরহে বুকের পাজরে
বিষাদী ইতিহাস গুমরে মরে
তুমি কাছে এলে না বলে
পুড়ে যায় মন পলে পলে।
কথা ছিলো তুমি আসবে
ভালোবাসা দিয়ে জড়াবে
সে তুমি আর এলে না
আমার ভালোবাসাও হলো না।
তোমাকে হারিয়ে বিরহী মনে
কষ্টের আনাগোনা ক্ষণে ক্ষণে
তুমি তো আর জানলে না
পথভোলা কেন আমি বুঝলে না।
কথা ছিলো তুমি আসবেই
আমার হৃদয় রাঙাবেই
সে তুমি আর এলে না
ভালোবাসাও আমি পেলাম না।
আজ তুমিহীনা আমি উদাসি
গলেতে সতত বিষাদী ফাসি
দীর্ঘশ্বাস আর হতাশার জয়ধ্বনি
নিরবে নিয়েছি পরাজয় মানি।
আর ভালোবাসবে
সে তুমি আর এলে না
আর ভালোবাসাও হলো না।
তোমার বিরহে বুকের পাজরে
বিষাদী ইতিহাস গুমরে মরে
তুমি কাছে এলে না বলে
পুড়ে যায় মন পলে পলে।
কথা ছিলো তুমি আসবে
ভালোবাসা দিয়ে জড়াবে
সে তুমি আর এলে না
আমার ভালোবাসাও হলো না।
তোমাকে হারিয়ে বিরহী মনে
কষ্টের আনাগোনা ক্ষণে ক্ষণে
তুমি তো আর জানলে না
পথভোলা কেন আমি বুঝলে না।
কথা ছিলো তুমি আসবেই
আমার হৃদয় রাঙাবেই
সে তুমি আর এলে না
ভালোবাসাও আমি পেলাম না।
আজ তুমিহীনা আমি উদাসি
গলেতে সতত বিষাদী ফাসি
দীর্ঘশ্বাস আর হতাশার জয়ধ্বনি
নিরবে নিয়েছি পরাজয় মানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০২/২০২২বিরহ কাতর কবিতা।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২২Wonderful
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০২/২০২২ভাল থাকুন।
-
অভিজিৎ হালদার ২৩/০২/২০২২ভালো