স্মৃতিময় ভালোবাসা
সেই যে হারিয়ে যাওয়া দিনগুলি
মনে পড়ে আজো
তুমি ছিলে আমি ছিলাম
ছিলো ভালোবাসাবাসি
কত মধুময় মধুময় ভালোবাসার ক্ষণ
ছিলো রাশি রাশি।
আজ তুমি কোথা আমি কোথা
নেই ভালোবাসাবাসি
শুধু দুঃখ রাশি রাশি
সময়ের স্রোতে কোথায় হারালাম
চলছে সবকিছু ঠিক ঠিকই
শুধু মুখে নেই হাসি।
পুরানো সেই দিনগুলি হারায়েছে
মগজে তার কিছু স্মৃতি
দোলা দিয়ে যায় দিবানিশি
আজ তুমি আমি বহুদূর
সময়ের প্রয়োজনে যে যার অভিনয়
হারায়েছে সে মধুর ভালোবাসাবাসি
বুকেতে ক্ষত অবিরত পোড়ায়
দীর্ঘশ্বাসে জীবন সম্মুখে ধায়
স্মৃতিরা কাঁদায় আসি আসি।
মনে পড়ে আজো
তুমি ছিলে আমি ছিলাম
ছিলো ভালোবাসাবাসি
কত মধুময় মধুময় ভালোবাসার ক্ষণ
ছিলো রাশি রাশি।
আজ তুমি কোথা আমি কোথা
নেই ভালোবাসাবাসি
শুধু দুঃখ রাশি রাশি
সময়ের স্রোতে কোথায় হারালাম
চলছে সবকিছু ঠিক ঠিকই
শুধু মুখে নেই হাসি।
পুরানো সেই দিনগুলি হারায়েছে
মগজে তার কিছু স্মৃতি
দোলা দিয়ে যায় দিবানিশি
আজ তুমি আমি বহুদূর
সময়ের প্রয়োজনে যে যার অভিনয়
হারায়েছে সে মধুর ভালোবাসাবাসি
বুকেতে ক্ষত অবিরত পোড়ায়
দীর্ঘশ্বাসে জীবন সম্মুখে ধায়
স্মৃতিরা কাঁদায় আসি আসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২চমৎকার
-
অভিজিৎ হালদার ২০/০২/২০২২ভালো
-
ফয়জুল মহী ২০/০২/২০২২অসাধারণ