জীবন যুদ্ধ
জীবন জোয়ারে ভেসে ভেসে
কোথায় যে হারাবে শেষে
স্বপ্নগুলো হেলে দুলে আসা যাওয়ায়।
রঙের মেলায় এই রঙের ভুবনে
কত রঙের খেলা ক্ষণে ক্ষণে
তার ই মাঝে মন ডুবে স্বপ্ন খেলায়।
ভাসমান মন রঙিণ যখন তখন
কখনো কখনো বিষাদী আলোড়ন
তবু মন ভাসে কালের খেয়ায়।
জীবন জোয়ারে জীবনের যুদ্ধে
অবিরত বহমান স্বপ্নভার স্কন্ধে
পলে পলে ভেসে যাওয়া অজানায়।
সময়ের স্রোতে ভেসে ভেসে এইভাবে
স্বপ্নভার বুকে অবশেষ কোথায় দাঁড়াবে
জীবন যুদ্ধে তবু জীবন বৈঠা চালায়।
কোথায় যে হারাবে শেষে
স্বপ্নগুলো হেলে দুলে আসা যাওয়ায়।
রঙের মেলায় এই রঙের ভুবনে
কত রঙের খেলা ক্ষণে ক্ষণে
তার ই মাঝে মন ডুবে স্বপ্ন খেলায়।
ভাসমান মন রঙিণ যখন তখন
কখনো কখনো বিষাদী আলোড়ন
তবু মন ভাসে কালের খেয়ায়।
জীবন জোয়ারে জীবনের যুদ্ধে
অবিরত বহমান স্বপ্নভার স্কন্ধে
পলে পলে ভেসে যাওয়া অজানায়।
সময়ের স্রোতে ভেসে ভেসে এইভাবে
স্বপ্নভার বুকে অবশেষ কোথায় দাঁড়াবে
জীবন যুদ্ধে তবু জীবন বৈঠা চালায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২অপূর্ব
-
বিধান চন্দ্র ধর ২১/০২/২০২২ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০২/২০২২কষ্টের পরেই তো সুখ আসে।
-
অভিজিৎ হালদার ১৯/০২/২০২২ভালো লাগলো কবিতাটি পড়ে।
-
ফয়জুল মহী ১৯/০২/২০২২অসাধারণ লেখনী
খুব ভালো লাগলো