বিরহের গান দ্বিতীয় পর্ব
কত প্রাণবন্ত মধুময় মুহুর্ত
সহজেই অজানা হয়েছে
পাখির ডানায় উড়ে উড়ে শেষে
নীলিমার নীলে হারিয়ে গেছে।
কত আপনজন বন্ধু সুজন
ধীরে ধীরে সময়ের প্রয়োজনে
কে কোথায় হারিয়ে গিয়েছে
মগজে তার নাই খোজ কোনোখানে।
আজ এই সময়ে দাড়িয়ে একা
শুধু বিরহ বসবাসে নিঠুর আশে
হতাশায় অবগাহন অচেনা সম্মুখে
থাকে না কেউ দুর্দিনে আসেপাশে।
সময়ের খেলায় সবকিছু হারায়
ধরে রাখা যায় না কোনো কিছু
শুধু বিরহ জমা থাকে বুকেতে
অবিরত ছোটাছুটি মায়ার পিছু পিছু।
সহজেই অজানা হয়েছে
পাখির ডানায় উড়ে উড়ে শেষে
নীলিমার নীলে হারিয়ে গেছে।
কত আপনজন বন্ধু সুজন
ধীরে ধীরে সময়ের প্রয়োজনে
কে কোথায় হারিয়ে গিয়েছে
মগজে তার নাই খোজ কোনোখানে।
আজ এই সময়ে দাড়িয়ে একা
শুধু বিরহ বসবাসে নিঠুর আশে
হতাশায় অবগাহন অচেনা সম্মুখে
থাকে না কেউ দুর্দিনে আসেপাশে।
সময়ের খেলায় সবকিছু হারায়
ধরে রাখা যায় না কোনো কিছু
শুধু বিরহ জমা থাকে বুকেতে
অবিরত ছোটাছুটি মায়ার পিছু পিছু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৮/০২/২০২২Valo
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২Excellent
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০২/২০২২অভিব্যক্তি ভাল। বানানের ব্যাপারে নজর দিতে হবে।