বাংলাদেশ-২০১৫
দিকে দিকে অবক্ষয়
বিবেকশুণ্য মানুষের জয়ধ্বনি
বিস্ময়কর ক্ষমতার মোহ
মারছে মানুষ দিবস-রজনী।
পেট্রোল বোমা নিরীহ’র বুকে
মানুষের খুনে ক্ষমতার লালস
নির্লজ্জ রাজনৈতিক নেতা-নেত্রী
খুলেছে আজ সকলের মুখোশ।
কান্নার দেশ আজ বাংলাদেশ
বার্ন ইউনিট যেন পুরো দেশটাই
শুধু কান্না আর নীরব অশ্রুজল
এ যে দেখার কেউ-ই নাই।
পদে পদে ঝুঁকি আর অনিশ্চয়তা
মানুষের জীবনের মূল্য যে নাই
ক্ষমতার মোহ তবু কমে না তাদের
বিধাতার রোষানলে তাদের ধ্বংস চাই।
বিবেকশুণ্য মানুষের জয়ধ্বনি
বিস্ময়কর ক্ষমতার মোহ
মারছে মানুষ দিবস-রজনী।
পেট্রোল বোমা নিরীহ’র বুকে
মানুষের খুনে ক্ষমতার লালস
নির্লজ্জ রাজনৈতিক নেতা-নেত্রী
খুলেছে আজ সকলের মুখোশ।
কান্নার দেশ আজ বাংলাদেশ
বার্ন ইউনিট যেন পুরো দেশটাই
শুধু কান্না আর নীরব অশ্রুজল
এ যে দেখার কেউ-ই নাই।
পদে পদে ঝুঁকি আর অনিশ্চয়তা
মানুষের জীবনের মূল্য যে নাই
ক্ষমতার মোহ তবু কমে না তাদের
বিধাতার রোষানলে তাদের ধ্বংস চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২চমৎকার ভাবনা
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেখা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০২/২০২২প্রতিবাদ হোক সকল অন্যায়ের।
-
বিধান চন্দ্র ধর ১৬/০২/২০২২চমৎকার ! বর্তমান আবহ ফুটে উঠেছে লেখায় ।
-
শুভজিৎ বিশ্বাস ১৬/০২/২০২২বাহ্।