স্বপ্ন বুনে
জীবন পথে কতটা সবুর
পরাজয়ে পরাজয়ে ক্লান্ত হৃদয়
শত মানুষের মিলন মেলায়
শুধু সমঝোতা করে চলতে হয়।
অবাক তাকিয়ে থাকা সুদূরপানে
জীবন চলে অচিন স্বপ্নবুনে
স্বপ্নপূরন যে হয় না শুধু আনাগোনা
জলধারা বয় আঁখিকোনে ক্ষণে ক্ষণে।
নিরব সময় শুধু বয়ে যায়
চেয়ে দেখি হতাশাময় ভবিষ্যত
জীবন নিশ্চুপ শুধুই আঁধারা
আশাহীন আলোহীন সম্মুখ রথ।
স্বপ্ন বুনে বুনে সময়ের প্রয়োজনে
যাচ্ছি বেগার খেটে রোজ রোজ
কষ্টের পৃষ্টা উল্টালে জানি না কি
ছুটছি তবু কেউ রাখে না খোঁজ।
পরাজয়ে পরাজয়ে ক্লান্ত হৃদয়
শত মানুষের মিলন মেলায়
শুধু সমঝোতা করে চলতে হয়।
অবাক তাকিয়ে থাকা সুদূরপানে
জীবন চলে অচিন স্বপ্নবুনে
স্বপ্নপূরন যে হয় না শুধু আনাগোনা
জলধারা বয় আঁখিকোনে ক্ষণে ক্ষণে।
নিরব সময় শুধু বয়ে যায়
চেয়ে দেখি হতাশাময় ভবিষ্যত
জীবন নিশ্চুপ শুধুই আঁধারা
আশাহীন আলোহীন সম্মুখ রথ।
স্বপ্ন বুনে বুনে সময়ের প্রয়োজনে
যাচ্ছি বেগার খেটে রোজ রোজ
কষ্টের পৃষ্টা উল্টালে জানি না কি
ছুটছি তবু কেউ রাখে না খোঁজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৩/২০২২বেশ চমৎকার
-
অভিজিৎ হালদার ১৯/০২/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২Very excellent
-
বিধান চন্দ্র ধর ১৬/০২/২০২২ভালো লাগলো লিখুন অবিরত ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০২/২০২২সুন্দর জীবনবোধের উপস্থাপন।
-
Md. Rayhan Kazi ১৬/০২/২০২২অসাধারণ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০২/২০২২চমৎকার প্রচেষ্টা।