বিরহের গান
হারিয়ে গিয়েছে কতকিছু জানা অজানায়
আবেগের দুয়ারে লেগেছে তালা
সবকিছু হারিয়েই যায়।
চেনা জানা কত সুখ
কত কত মধুময় সময়
অজান্তেই হারিয়েছে নিরালায়।
আজ বিরহের গানে বেদনার আহ্বানে
ছুটে চলে ব্যথিত জীবন
ধীর পদক্ষেপে ধীরলয়।
বিরহ প্রাণে হারানোর গানে
বারেবারে কান্নার জয়গান
নীরব দৃষ্টিপাত হারানোর খেলায়।
হারিয়ে যায় হারিয়েই যায়
শুধু ব্যথাগুলো থেকে থেকে
আজীবন তুষের আগুনে জ্বালায়।
আবেগের দুয়ারে লেগেছে তালা
সবকিছু হারিয়েই যায়।
চেনা জানা কত সুখ
কত কত মধুময় সময়
অজান্তেই হারিয়েছে নিরালায়।
আজ বিরহের গানে বেদনার আহ্বানে
ছুটে চলে ব্যথিত জীবন
ধীর পদক্ষেপে ধীরলয়।
বিরহ প্রাণে হারানোর গানে
বারেবারে কান্নার জয়গান
নীরব দৃষ্টিপাত হারানোর খেলায়।
হারিয়ে যায় হারিয়েই যায়
শুধু ব্যথাগুলো থেকে থেকে
আজীবন তুষের আগুনে জ্বালায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৩/২০২২ভাল লাগা একরাশ
-
অভিজিৎ হালদার ২০/০২/২০২২ভাবনার বহিঃপ্রকাশ সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২২সুন্দর লেখা।
-
ফয়জুল মহী ১১/০২/২০২২চমৎকার।
-
আব্দুর রহমান আনসারী ১১/০২/২০২২সুখপাঠ্য