হৃদয়প্রান্তে
বন্ধ দুয়ার,বন্ধ জানালা
তবু স্বপ্নেরা বেপরোয়া
উঁকি দেয় হৃদয়প্রান্তে।
খুলে হৃদয়ের দখিন দুয়ার
সাজায় স্বপ্নেরা আসর
বুঝি গড়বে বিরহ বাসর।
স্বপ্নেরা মানতে চায় না
কোনো বাধা বিপত্তি
দল বেঁধে আসে দিনে-রাতে।
স্বপ্নের আসা যাওয়ার খেলায়
পুড়ে পুড়ে আমি দগ্ধ
নীরবে হৃদয় কাতর।
হয় না আর স্বপ্নপূরণ
বৃথাই স্বপ্নের আগমন
এই বিরহীর হৃদয়প্রান্তে।
তবু স্বপ্নেরা বেপরোয়া
উঁকি দেয় হৃদয়প্রান্তে।
খুলে হৃদয়ের দখিন দুয়ার
সাজায় স্বপ্নেরা আসর
বুঝি গড়বে বিরহ বাসর।
স্বপ্নেরা মানতে চায় না
কোনো বাধা বিপত্তি
দল বেঁধে আসে দিনে-রাতে।
স্বপ্নের আসা যাওয়ার খেলায়
পুড়ে পুড়ে আমি দগ্ধ
নীরবে হৃদয় কাতর।
হয় না আর স্বপ্নপূরণ
বৃথাই স্বপ্নের আগমন
এই বিরহীর হৃদয়প্রান্তে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২অপরূপ
-
ফয়জুল মহী ০৮/০২/২০২২Excellent
-
অভিজিৎ হালদার ০৮/০২/২০২২Valo
-
শুভজিৎ বিশ্বাস ০৮/০২/২০২২বাহ্। বেশ সুন্দর লিখেছেন।