পৃথিবী তোমার
হিংসা,লোভ,অহংকার,কার্পণ্য
বর্জন করো বর্জন করো
আপনাকে তুমি শুদ্ধ করো
ভালোবাসায় জীবনকে পূর্ণ করো।
করো না কাউকে ঘৃণা
উঁচু-নিচু,ধনী-গরিব যাই হোক
মানুষ হিসেবে সবাইকে গণ্য করো
জীবন তোমার ভালোবাসায় পূর্ণ করো।
জাতের বিচারে করো না অবহেলা
হিন্দু-মুসলিম-বৌদ্ধ কিম্বা খিস্টান হোক
সব ভাইদের কে ই তুমি শ্রদ্ধা করো
ভালোবাসায় জীবনকে পূর্ণ করো।
পৃথিবী তোমার,পৃথিবীর সবাই ভাই
আপন ভাবো সবাইকে,করো না কারো ক্ষতি
যত পারো মানুষের কল্যান করো
জীবন তোমার ভালোবাসায় পূর্ণ করো।
বর্জন করো বর্জন করো
আপনাকে তুমি শুদ্ধ করো
ভালোবাসায় জীবনকে পূর্ণ করো।
করো না কাউকে ঘৃণা
উঁচু-নিচু,ধনী-গরিব যাই হোক
মানুষ হিসেবে সবাইকে গণ্য করো
জীবন তোমার ভালোবাসায় পূর্ণ করো।
জাতের বিচারে করো না অবহেলা
হিন্দু-মুসলিম-বৌদ্ধ কিম্বা খিস্টান হোক
সব ভাইদের কে ই তুমি শ্রদ্ধা করো
ভালোবাসায় জীবনকে পূর্ণ করো।
পৃথিবী তোমার,পৃথিবীর সবাই ভাই
আপন ভাবো সবাইকে,করো না কারো ক্ষতি
যত পারো মানুষের কল্যান করো
জীবন তোমার ভালোবাসায় পূর্ণ করো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২খুব ভালো
-
আব্দুর রহমান আনসারী ১১/০৩/২০২২অনুপম সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০২/২০২২মানুষ হোক মানুষের জন্য
তবেই এ ধরণী হবে ধন্য। -
ফয়জুল মহী ০৭/০২/২০২২Excellent