মান অভিমান
মন মাঝে ব্যথা
বলবে না বঁধুয়া কথা
বলি কথা বলো অভিমানীনি
মু্ছে যাবে সকল ব্যথা।
অভিমান ভোলে না বঁধুয়া
নিশ্চুপ হয়ে থাকে সারাবেলা
কত শত চেষ্টা সবই ব্যর্থ
হয় না আর কথা বলা।
বঁধুয়ার মনেতে যে মেঘ
হয়তো বৃষ্টি হয়ে ঝরবে
আর বঁধুয়ার মুখেতে হাসি
সহসা আবার ফুটে উঠবে।
এইভাবে বঁধুয়ার মান অভিমান
চলে সারাক্ষণ অবিরাম
কখনো হাসি কখনো কান্না
সংসার গড়ার মধুর সংগ্রাম।
বঁধুয়ার মন মাঝে ব্যথা
আষাঢ়ের মেঘ যাওয়া আসা
হাসিখুশি এই ফের অভিমান
এইভাবে টিকে আছে ভালোবাসা।
বলবে না বঁধুয়া কথা
বলি কথা বলো অভিমানীনি
মু্ছে যাবে সকল ব্যথা।
অভিমান ভোলে না বঁধুয়া
নিশ্চুপ হয়ে থাকে সারাবেলা
কত শত চেষ্টা সবই ব্যর্থ
হয় না আর কথা বলা।
বঁধুয়ার মনেতে যে মেঘ
হয়তো বৃষ্টি হয়ে ঝরবে
আর বঁধুয়ার মুখেতে হাসি
সহসা আবার ফুটে উঠবে।
এইভাবে বঁধুয়ার মান অভিমান
চলে সারাক্ষণ অবিরাম
কখনো হাসি কখনো কান্না
সংসার গড়ার মধুর সংগ্রাম।
বঁধুয়ার মন মাঝে ব্যথা
আষাঢ়ের মেঘ যাওয়া আসা
হাসিখুশি এই ফের অভিমান
এইভাবে টিকে আছে ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৩/০২/২০২২অত্যন্ত চমৎকার কবিতা রচিয়েছেন।l
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২২অসাধারণ
-
শ.ম. শহীদ ০৩/০২/২০২২ভালো লাগলো। শুভেচ্ছা জানাই।
-
মোঃজাকিরুল চৌধুরী ০৩/০২/২০২২চমৎকার কবি
-
মিঃ হোসাইন ০৩/০২/২০২২সুন্দর অভিমান