বেহুস
মানুষের জন্য কিছু মানুষ ভোগান্তির
এরা মুখোশধারি ভদ্রবেশি অমানুষ।
দিকে দিকে জয়গান কত কত অযোগ্যর
মানুষ অমানুষ হুস বেহুস মিলেমিশে একাকার
আজ বিচারের মাপকাঠি অর্থকড়িতে সমাধান।
পৃথিবীর পথে আজ অবৈধর শোরগোল হৈ চৈ
কোনঠাসা হয়ে পরেছে সব সাদা মনের মানুষ।
বৈধ অবৈধ বিবেচনা ব্যর্থ হয়েছে আজ এখানে
অপরাধির উচ্চ কন্ঠ,চাপাবাজের অহেতুক আত্নতৃপ্তি
আজ মানুষ গড়েছে উঁচু নিচু সাদা কালো ব্যবধান।
বিবেকের দুয়ার বন্ধ করেছে আজ আদম সন্তান
মানুষগুলো হারায়েছে হুস হয়েছে বেহুস।
মানুষের জন্য কিছু মানুষ ভোগান্তির
এরা মুখোশধারি ভদ্রবেশি অমানুষ।
দিকে দিকে জয়গান কত কত অযোগ্যর
মানুষ অমানুষ হুস বেহুস মিলেমিশে একাকার
আজ বিচারের মাপকাঠি অর্থকড়িতে সমাধান।
পৃথিবীর পথে আজ অবৈধর শোরগোল হৈ চৈ
কোনঠাসা হয়ে পরেছে সব সাদা মনের মানুষ।
বৈধ অবৈধ বিবেচনা ব্যর্থ হয়েছে আজ এখানে
অপরাধির উচ্চ কন্ঠ,চাপাবাজের অহেতুক আত্নতৃপ্তি
আজ মানুষ গড়েছে উঁচু নিচু সাদা কালো ব্যবধান।
বিবেকের দুয়ার বন্ধ করেছে আজ আদম সন্তান
মানুষগুলো হারায়েছে হুস হয়েছে বেহুস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৩/২০২২সুন্দর
-
বিধান চন্দ্র ধর ০৫/০২/২০২২ভালো লাগলো লিখতে থাকুন অবিরত ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০২/২০২২বেশ!
-
আলমগীর সরকার লিটন ০২/০২/২০২২বেশ বোধময় প্রকাশ