চাতক পঙ্খী
দিন গুনে গুনে অবশেষ
আমি চাতক পঙ্খী।
ঐ আলো আসে আঁধারের শেষ
ভেবে ভেবে আমি ক্লান্ত
মোর ক্লান্তি কাটে না আলো আসে না
আঁধারের জয়ধ্বনি অফুরন্ত।
বারবার ঘুরে ঘুরে পরাজয় দুয়ারে
সহাস্যে কড়া নাড়ে
ব্যথিত রয় মোর পরাণ সারাবেলা
নয়ন ধারা ঝরে বারেবারে।
আমি আজ প্রতিক্ষায় স্থির
যেন চাতক পঙ্খী বেলা অবেলা
কিছু পাওয়ার প্রত্যাশায় অপেক্ষমান
সারাক্ষণ সারাবেলা।
দিন গুনে গুনে আমি ব্যথিত একজন
প্রত্যাশায় দৃষ্টি প্রসারিত যেন চাতক পঙ্খী।
আমি চাতক পঙ্খী।
ঐ আলো আসে আঁধারের শেষ
ভেবে ভেবে আমি ক্লান্ত
মোর ক্লান্তি কাটে না আলো আসে না
আঁধারের জয়ধ্বনি অফুরন্ত।
বারবার ঘুরে ঘুরে পরাজয় দুয়ারে
সহাস্যে কড়া নাড়ে
ব্যথিত রয় মোর পরাণ সারাবেলা
নয়ন ধারা ঝরে বারেবারে।
আমি আজ প্রতিক্ষায় স্থির
যেন চাতক পঙ্খী বেলা অবেলা
কিছু পাওয়ার প্রত্যাশায় অপেক্ষমান
সারাক্ষণ সারাবেলা।
দিন গুনে গুনে আমি ব্যথিত একজন
প্রত্যাশায় দৃষ্টি প্রসারিত যেন চাতক পঙ্খী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২অনুপয সুন্দর
-
ফয়জুল মহী ২০/০১/২০২২অনুপম লেখনী প্রিয়
-
মোঃ আবিদ হাসান রাজন ২০/০১/২০২২সুন্দর হয়েছে
-
শুভজিৎ বিশ্বাস ২০/০১/২০২২খুব সুন্দর লিখেছেন। ভালোবাসা রইল।