নয়ন ধারা
জীবনে না বলতে পারার কষ্ট নিদারুণ
চুপিচুপি শুধু আপনায় সহ্য করা
ধরায় কেউ কারো খোজ রাখে না
শুধু আপনায় আপনি ঝরে নয়ন ধারা।
এ ধরনি পরে আপনায় আপনি একা
সময়ের প্রয়োজনে কিছুক্ষণ কাছাকাছি আসা
তবু মিলতে চায় না কিছুতেই চাওয়া পাওয়া
শুধু বিরহ বিষাদে পাশাপাশি ভালোবাসা।
সংক্ষিপ্ত
চুপিচুপি শুধু আপনায় সহ্য করা
ধরায় কেউ কারো খোজ রাখে না
শুধু আপনায় আপনি ঝরে নয়ন ধারা।
এ ধরনি পরে আপনায় আপনি একা
সময়ের প্রয়োজনে কিছুক্ষণ কাছাকাছি আসা
তবু মিলতে চায় না কিছুতেই চাওয়া পাওয়া
শুধু বিরহ বিষাদে পাশাপাশি ভালোবাসা।
সংক্ষিপ্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০১/২০২২
-
ফয়জুল মহী ১৯/০১/২০২২অসাধারণ সৃজনশীল
-
তাবেরী ১৯/০১/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২২ভাল।
মাঝে শুধু জেগে রয় কিছু হাতছানি।