দিনলিপি ২য় পর্ব
ঐ গগনের দিকে দৃষ্টি প্রসারিত করে
আপনার ভুবন আপনি গড়ে
স্বপ্নে ভর করে নিত্য অনিশ্চয়তায়
জীবনের রোজনামচা লিখে যেতে হয়।
জীবনের দিনলিপি মধুর নয়
আষ্টেপৃষ্টে বন্ধি থেকে বেদনায়
রোজ রোজ চালিয়ে নিতে হয়
বুকের মাঝে জমে থাকে সংশয়।
ঐ বিষাদের ভুবনে যাদের বসবাস
নীরবে তাদের সঙ্গী আমি বারোমাস
দিনলিপি আঁখিজলে সম্মুখ অভিমুখি
শুধু নীরবে প্রত্যাশায় তাকিয়ে থাকি।
সময় হারিয়ে যায় নীরবে নিরালায়
পরাজয়ের ইতিহাসে দিনলিপি শেষ হয়
রোজ রোজ এইভাবে পরাজিত আমি
সাজাই রোজনামচা সুখে দুখে সংগ্রামী।
আপনার ভুবন আপনি গড়ে
স্বপ্নে ভর করে নিত্য অনিশ্চয়তায়
জীবনের রোজনামচা লিখে যেতে হয়।
জীবনের দিনলিপি মধুর নয়
আষ্টেপৃষ্টে বন্ধি থেকে বেদনায়
রোজ রোজ চালিয়ে নিতে হয়
বুকের মাঝে জমে থাকে সংশয়।
ঐ বিষাদের ভুবনে যাদের বসবাস
নীরবে তাদের সঙ্গী আমি বারোমাস
দিনলিপি আঁখিজলে সম্মুখ অভিমুখি
শুধু নীরবে প্রত্যাশায় তাকিয়ে থাকি।
সময় হারিয়ে যায় নীরবে নিরালায়
পরাজয়ের ইতিহাসে দিনলিপি শেষ হয়
রোজ রোজ এইভাবে পরাজিত আমি
সাজাই রোজনামচা সুখে দুখে সংগ্রামী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৯/০১/২০২২সুন্দর এক ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০১/২০২২অনবদ্য