মন ২য় পর্ব
মন ভাসে হাওয়ায় হাওয়ায়
জানি না কতদূরে কতদূরে
উড়ে যাওয়া যায়।
মনকে বলি লাগাম দাও
কিঞ্চিত ভাবনার মধ্য দিয়ে যাও
বিহঙ্গ নও তুমি তাই উড়াউড়ি
এবার বন্ধ করে দাও।
কে শোনে কার কথা হায়
অবুঝ মন নিরালায় মুচকি হাসে
আকাশের সীমানায় তার দৃষ্টিপাত
উড়ে উড়ে চলে মন ভেসে ভেসে।
মনের খেলা মনের জানালায়
কে আটকে রাখবে তাকে হায়
অবুঝ মন উড়ে চলে আপনায়।
পাওয়া না পাওয়া জানে না মন
কাঠখোট্টা বাস্তবতার শকুনি দৃষ্টি
কিছুই মানে না বেপরোয়া মন
উড়ে উড়ে রেখে যায় তার সৃষ্টি।
জানি না কতদূরে কতদূরে
উড়ে যাওয়া যায়।
মনকে বলি লাগাম দাও
কিঞ্চিত ভাবনার মধ্য দিয়ে যাও
বিহঙ্গ নও তুমি তাই উড়াউড়ি
এবার বন্ধ করে দাও।
কে শোনে কার কথা হায়
অবুঝ মন নিরালায় মুচকি হাসে
আকাশের সীমানায় তার দৃষ্টিপাত
উড়ে উড়ে চলে মন ভেসে ভেসে।
মনের খেলা মনের জানালায়
কে আটকে রাখবে তাকে হায়
অবুঝ মন উড়ে চলে আপনায়।
পাওয়া না পাওয়া জানে না মন
কাঠখোট্টা বাস্তবতার শকুনি দৃষ্টি
কিছুই মানে না বেপরোয়া মন
উড়ে উড়ে রেখে যায় তার সৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০১/২০২২বেশ লিখেছেন।
-
তালাল উদ্দিন ১৮/০১/২০২২সুন্দর উপস্থাপনা। যে কারো মন যাবে নেড়ে।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০২২বেশ!
-
অভিজিৎ হালদার ১৮/০১/২০২২Very good