সন্তরন
বন্ধিত্ব জীবনের চারিদিকে
যেন থৈ থৈ জলধির মাঝখানে হাবুডুবু
কূল নাই কোনো কিনারা নাই।
উত্তরনের প্রত্যাশা অচিনে হারিয়েছে
কি বলব কিভাবে কার কাছে
যত পরাজয় আর ব্যর্থতা আছে
করে হৈ চৈ নিদারুন ভাবে রোজ রোজ।
আশার হাতছানি নিরবে কাঁদে
চারদেয়াল ভেঙ্গে বেরিয়ে আসা দুরাশা
প্রয়োজন চিৎকার করে আষ্টেপৃষ্টে ধরে।
হতাশা আর কান্না জমা রেখে আকাশের কাছে
অথৈ সমুদ্রে হাবুডুবু খেয়ে খেয়ে
কিনারার প্রত্যাশায় নিরবে সন্তরন।
যেন থৈ থৈ জলধির মাঝখানে হাবুডুবু
কূল নাই কোনো কিনারা নাই।
উত্তরনের প্রত্যাশা অচিনে হারিয়েছে
কি বলব কিভাবে কার কাছে
যত পরাজয় আর ব্যর্থতা আছে
করে হৈ চৈ নিদারুন ভাবে রোজ রোজ।
আশার হাতছানি নিরবে কাঁদে
চারদেয়াল ভেঙ্গে বেরিয়ে আসা দুরাশা
প্রয়োজন চিৎকার করে আষ্টেপৃষ্টে ধরে।
হতাশা আর কান্না জমা রেখে আকাশের কাছে
অথৈ সমুদ্রে হাবুডুবু খেয়ে খেয়ে
কিনারার প্রত্যাশায় নিরবে সন্তরন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২অনুপম কবিতা
-
ফয়জুল মহী ১৭/০১/২০২২অসাধারণ লেখায় মুগ্ধতা
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০১/২০২২ভাল।
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০১/২০২২ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০১/২০২২সুন্দর নিবেদন