প্রার্থনা
আমি অবুঝ বে-খবর
জ্ঞানহীন মোর পরিচয়
মূর্খতায় ভরপুর আমি
এ হৃদয় আজ ক্ষমা চায়।
ইয়া আল্লাহ্ দয়াময়
ক্ষমা করে দাও আমায়
দাও সঠিক পথের দিশা
মোর ইবাদতে মন যেন রয়।
ইয়া আল্লাহ্ করুনাময়
পাপী আমি ভুলকারি
বুঝের অভাব সারাক্ষণ
তোমার ক্ষমা ভিক্ষা করি।
ইয়া আল্লাহ্ প্রজ্ঞাময়
মূর্খ আমায় জ্ঞান দাও
দাও খাঁটি মজবুত ঈমান
(আর) নবীজীর(স) আদর্শ গোলাম বানাও।
জ্ঞানহীন মোর পরিচয়
মূর্খতায় ভরপুর আমি
এ হৃদয় আজ ক্ষমা চায়।
ইয়া আল্লাহ্ দয়াময়
ক্ষমা করে দাও আমায়
দাও সঠিক পথের দিশা
মোর ইবাদতে মন যেন রয়।
ইয়া আল্লাহ্ করুনাময়
পাপী আমি ভুলকারি
বুঝের অভাব সারাক্ষণ
তোমার ক্ষমা ভিক্ষা করি।
ইয়া আল্লাহ্ প্রজ্ঞাময়
মূর্খ আমায় জ্ঞান দাও
দাও খাঁটি মজবুত ঈমান
(আর) নবীজীর(স) আদর্শ গোলাম বানাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২চমৎকার কবিতা
-
ফয়জুল মহী ১৬/০১/২০২২মাধুর্যময় সৃজনী
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০১/২০২২ভাল।