উড়াল পঙ্খি
কি জানি কিসের বিরহে
মন পুড়ে পুড়ে যায় নিরবে
কারণ অকারণ অবুঝ কান্না
কতদিন কতকাল রবে।
কি জানি কি সুখের আশায়
বিরহ স্রোতে ভাসে মন
ভেসে ভেসে মন অজানায়
কি জানি কি খোজে সারাক্ষণ।
কি জানি কি পাওয়ার প্রত্যাশায়
অবুঝ মন উড়াল পঙ্খি হায়
উড়ে উড়ে বেড়ায় নীলিমায়
বেদিশা বুজদিল হৃদয় উপতক্যায়।
কি জানি কিসের কারনে
আখিপাত অবিরল ছলছল
বিষাদি আলোড়ন নীরব ক্রন্দন
অচেনা প্রাপ্তি অবুঝ ফলাফল।
মন পুড়ে পুড়ে যায় নিরবে
কারণ অকারণ অবুঝ কান্না
কতদিন কতকাল রবে।
কি জানি কি সুখের আশায়
বিরহ স্রোতে ভাসে মন
ভেসে ভেসে মন অজানায়
কি জানি কি খোজে সারাক্ষণ।
কি জানি কি পাওয়ার প্রত্যাশায়
অবুঝ মন উড়াল পঙ্খি হায়
উড়ে উড়ে বেড়ায় নীলিমায়
বেদিশা বুজদিল হৃদয় উপতক্যায়।
কি জানি কিসের কারনে
আখিপাত অবিরল ছলছল
বিষাদি আলোড়ন নীরব ক্রন্দন
অচেনা প্রাপ্তি অবুঝ ফলাফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৬/০১/২০২২বিরহের কবিতা, আহা খুব ভাল লাগল।
-
রাসেল মিয়া ১৬/০১/২০২২বেশ
-
অভিজিৎ হালদার ১৬/০১/২০২২ভালো ভাবনা
-
ফয়জুল মহী ১৫/০১/২০২২Wonderful
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০১/২০২২ভাল লাগল।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ১৫/০১/২০২২সুন্দর