কাঁদে মন
আমি ভয়ে ভীত
গুনাহগার এই হৃদয়
সতত কম্পিত।
না মেনে আল্লাহ্ র হুকুম
বেপরোয়া হয়েছি হায়
কাঁদে মন অবিরত।
চাওয়া চাওয়া আর চাওয়া
পাওয়ার হয় না শেষ
তবু মন হয় না ক্লান্ত।
আমি পাপী আমি বিনীত
ক্ষমা চাই আল্লাহ্ দয়াময়
ক্ষমা করো,আমি অবুঝ অশান্ত।
কাঁদে মন অস্থিরতায়
কাঁদে মন বিষণ্ণতায়
পাপী হৃদয় সতত কম্পিত।
গুনাহগার এই হৃদয়
সতত কম্পিত।
না মেনে আল্লাহ্ র হুকুম
বেপরোয়া হয়েছি হায়
কাঁদে মন অবিরত।
চাওয়া চাওয়া আর চাওয়া
পাওয়ার হয় না শেষ
তবু মন হয় না ক্লান্ত।
আমি পাপী আমি বিনীত
ক্ষমা চাই আল্লাহ্ দয়াময়
ক্ষমা করো,আমি অবুঝ অশান্ত।
কাঁদে মন অস্থিরতায়
কাঁদে মন বিষণ্ণতায়
পাপী হৃদয় সতত কম্পিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৫/০১/২০২২বেশ চেতনামূরক কাব্যিক কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০১/২০২২নিশ্চয় আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল।
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২অনন্য রচনাশৈলী। অপার মুগ্ধতা।
-
অভিজিৎ হালদার ১৪/০১/২০২২ভালো