ঝড়
অপরাধ করে করে
ছুটছি আপন খেয়ালে
কাউকে পরোয়া না করে
করছি প্রকাশ্যে-আড়ালে।
পৃথিবীর পরে পাঠালেন যিনি
তার হক আদায় না করি
মানুষের গোলামিতে মগ্ন হয়ে
পৃথিবীর সুখে রাজত্ব করি।
আছে টাকা,আছে ক্ষমতা
আমিই আইন প্রণেতা
মেনে নিতে বাধ্য সবে
আমার হুকুম,আমার কথা।
আমার হুকুম মেনে নিয়ে
চলছে সবাই অধীন হয়ে
উন্নতিতে সেরাই হবো আমি
প্রশংসা হবে আমায় নিয়ে।
একি হলো একি হলো হায়
হঠাৎ উঠলো একি ঝড়
ভেঙ্গে গেলো আমার প্রাসাদ
সবকিছু হলো আমার পর।
ছুটছি আপন খেয়ালে
কাউকে পরোয়া না করে
করছি প্রকাশ্যে-আড়ালে।
পৃথিবীর পরে পাঠালেন যিনি
তার হক আদায় না করি
মানুষের গোলামিতে মগ্ন হয়ে
পৃথিবীর সুখে রাজত্ব করি।
আছে টাকা,আছে ক্ষমতা
আমিই আইন প্রণেতা
মেনে নিতে বাধ্য সবে
আমার হুকুম,আমার কথা।
আমার হুকুম মেনে নিয়ে
চলছে সবাই অধীন হয়ে
উন্নতিতে সেরাই হবো আমি
প্রশংসা হবে আমায় নিয়ে।
একি হলো একি হলো হায়
হঠাৎ উঠলো একি ঝড়
ভেঙ্গে গেলো আমার প্রাসাদ
সবকিছু হলো আমার পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৫/০১/২০২২ঝড়ের পরে শান্ত হউক জীবন চলার পথ কবি।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ১৫/০১/২০২২দারুণ
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২অনন্যসুন্দর রচনাশৈলী
অপার মুগ্ধতা। -
অভিজিৎ হালদার ১৪/০১/২০২২সুন্দর
-
উবায়দুল্লাহ আল ফারুক ১৪/০১/২০২২অসাধারণ কাব্যশৈলী
-
মোঃজাকিরুল চৌধুরী ১৪/০১/২০২২চমৎকার
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০১/২০২২বেশ ভালো লাগলো