রওশন
ইসলামের আলো জ্বেলে
দুনিয়া রওশন করে
মোর নবীজী মুহাম্মদ(সঃ)
দেখিয়েছেন মুক্তির পথ।
মুখ ঘুরিয়ে নিল যে জন
ব্যর্থ হবে তার সারাজীবন।
নবীজী’র আদর্শ ত্যাগ করে
যে মানুষ তার জীবন গড়ে
ভুল পথেই সে চলল হায়
কি জানি তার কি উপায় হয়।
ঐ কলেমার সাথে সাথে
মুহাম্মদ(সঃ) নাম যে জন জপে
তার একূল-ওকূল রওশন হবে
আল্লাহ্-নবীর ভালোবাসা পাবে।
পিছু ফিরে যেও না ভাই
ইসলামে তোমায় আমন্ত্রন জানাই।
মোর নবীজীর(সঃ) আদর্শ ধরো
জীবন তোমার আলোকিত করো
ইসলামের আলো ছড়ানো ধরায়
আঁধারে কেন,এসো ইসলামের আলোয়।
দুনিয়া রওশন করে
মোর নবীজী মুহাম্মদ(সঃ)
দেখিয়েছেন মুক্তির পথ।
মুখ ঘুরিয়ে নিল যে জন
ব্যর্থ হবে তার সারাজীবন।
নবীজী’র আদর্শ ত্যাগ করে
যে মানুষ তার জীবন গড়ে
ভুল পথেই সে চলল হায়
কি জানি তার কি উপায় হয়।
ঐ কলেমার সাথে সাথে
মুহাম্মদ(সঃ) নাম যে জন জপে
তার একূল-ওকূল রওশন হবে
আল্লাহ্-নবীর ভালোবাসা পাবে।
পিছু ফিরে যেও না ভাই
ইসলামে তোমায় আমন্ত্রন জানাই।
মোর নবীজীর(সঃ) আদর্শ ধরো
জীবন তোমার আলোকিত করো
ইসলামের আলো ছড়ানো ধরায়
আঁধারে কেন,এসো ইসলামের আলোয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০১/২০২২দারুণ
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২২ভাল।