রমজান-দুই
এসেছে রমজান
পড় পাক কোরআন
সামিল হও তারাবিতে
গড় জীবন ইবাদতে।
জীবনজুড়ে ভাই
গুনাহ্ র শেষ নাই
এই রমজানে শুধরে নাও
পুন্য পথে জীবন সাজাও।
নামায রোযা আর জিকিরে
তোমার সময় পার করে
আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনে
সচেষ্ট থাকো এ রমজানে।
রমজান এসেছে সবার দ্বারে
মানুষের মুক্তির তরে
রাখো রমজানের মর্যাদা
আল্লাহ্ র হুকুম মানো সর্বদা।
পড় পাক কোরআন
সামিল হও তারাবিতে
গড় জীবন ইবাদতে।
জীবনজুড়ে ভাই
গুনাহ্ র শেষ নাই
এই রমজানে শুধরে নাও
পুন্য পথে জীবন সাজাও।
নামায রোযা আর জিকিরে
তোমার সময় পার করে
আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনে
সচেষ্ট থাকো এ রমজানে।
রমজান এসেছে সবার দ্বারে
মানুষের মুক্তির তরে
রাখো রমজানের মর্যাদা
আল্লাহ্ র হুকুম মানো সর্বদা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৩/২০২২সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০১/২০২২বেশ
-
আলমগীর সরকার লিটন ১৩/০১/২০২২খুব সুন্দর খুব সুন্দর কবি দা