মন চায়
মন চায় এই রোযায়
থাকি ইবাদতে মসগুল
দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে
মুছে ফেলি সব ভুল।
মন চায় এই রোযায়
পড়ি পাক কুরআন
জিকির আর নামাযে
কেটে যাক সারাক্ষণ।
মন চায় এই রোযায়
ক্ষণ কাটুক শুদ্ধতায়
তাকওয়া অর্জনের তরে
ধ্যানেতে কাটুক সময়।
মন চায় এই রোযায়
সংশোধন করে নেই নিজেকে
আছে যত গুনাহ্ মোর
মুছে যাক সব একে একে।
থাকি ইবাদতে মসগুল
দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে
মুছে ফেলি সব ভুল।
মন চায় এই রোযায়
পড়ি পাক কুরআন
জিকির আর নামাযে
কেটে যাক সারাক্ষণ।
মন চায় এই রোযায়
ক্ষণ কাটুক শুদ্ধতায়
তাকওয়া অর্জনের তরে
ধ্যানেতে কাটুক সময়।
মন চায় এই রোযায়
সংশোধন করে নেই নিজেকে
আছে যত গুনাহ্ মোর
মুছে যাক সব একে একে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৩/২০২২সুন্দর ভাব ও ভাব্না
-
মোঃজাকিরুল চৌধুরী ১৩/০১/২০২২চমৎকার লিখেছেন কবি
-
ফয়জুল মহী ১২/০১/২০২২খুব সুন্দর উপস্থাপন
-
শুভজিৎ বিশ্বাস ১২/০১/২০২২সুন্দর
-
অভিজিৎ হালদার ১২/০১/২০২২Valo