রমজান
এলো রমজান ফিরে
দিন মাস বছর ঘুরে
এলো ফিরে পবিত্র রমজান
সকল মানুষের দ্বারে।
রাখো রোযা এই রমজানে
খুজ না ভাই অযুহাত
আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনে
দিবা রাতি করো ইবাদত।
রমজান শুদ্ধ হওয়ার তরে
নিজেকে সংশোধন করে
তাকওয়া অর্জন করে
ইহকালে পরকালে মুক্তির তরে
এসেছে এই পবিত্র রমজান
সবে রাখো তার সন্মান।
পবিত্র রমজান ইবাদতের তরে
পড় নামায পড় কুরআন
দিবস রজনী ইবাদতে থেকে
করো সবে জ্ঞান অর্জন।
ত্যাগ করো কুফরি
ত্যাগ করো মিথ্যা বলা
দেহের মনের শুদ্ধতা এনে
নির্মল করো তব পথচলা।
এসেছে রমজান মুক্তির সুযোগ
কাজে লাগাও ভাই সবে
গুনাহ যেন মুছতে পারো
সে চেষ্টা করো দেহ মনে তবে।
আবার এসেছে রমজান
রাখ তবে এর সম্মান
মজবুত করতে চাইলে ঈমান
মেনে নাও আল্লাহ্ র আইন।
দিন মাস বছর ঘুরে
এলো ফিরে পবিত্র রমজান
সকল মানুষের দ্বারে।
রাখো রোযা এই রমজানে
খুজ না ভাই অযুহাত
আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনে
দিবা রাতি করো ইবাদত।
রমজান শুদ্ধ হওয়ার তরে
নিজেকে সংশোধন করে
তাকওয়া অর্জন করে
ইহকালে পরকালে মুক্তির তরে
এসেছে এই পবিত্র রমজান
সবে রাখো তার সন্মান।
পবিত্র রমজান ইবাদতের তরে
পড় নামায পড় কুরআন
দিবস রজনী ইবাদতে থেকে
করো সবে জ্ঞান অর্জন।
ত্যাগ করো কুফরি
ত্যাগ করো মিথ্যা বলা
দেহের মনের শুদ্ধতা এনে
নির্মল করো তব পথচলা।
এসেছে রমজান মুক্তির সুযোগ
কাজে লাগাও ভাই সবে
গুনাহ যেন মুছতে পারো
সে চেষ্টা করো দেহ মনে তবে।
আবার এসেছে রমজান
রাখ তবে এর সম্মান
মজবুত করতে চাইলে ঈমান
মেনে নাও আল্লাহ্ র আইন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৩/২০২২চমৎকার লেখা
-
ফয়জুল মহী ১২/০১/২০২২খুব সুন্দর উপস্থাপন,,
-
শুভজিৎ বিশ্বাস ১২/০১/২০২২লেখাটা ভালো লাগলো
-
উবায়দুল্লাহ আল ফারুক ১২/০১/২০২২সুন্দর লিখেছেন
-
মোঃজাকিরুল চৌধুরী ১২/০১/২০২২চমৎকার