সুখের ছলনা
আমার বুকের বেদনা
সে তো বোঝানো যাবেনা
কিসের বেদনে নীরব কান্না
সে কভু প্রকাশিত হয় না
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
কেন যে এত যে ব্যথা
গোপন বুকের বিরহ কথা
চুপি চুপি হারিয়ে যায়
ঐ দূর নীরব নীলিমায়
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
কঠিন নিঠুর ছলনায়
যে সময় কাঁদিয়ে হারায়
রবে না তার ঠিকানা
খুঁজে তো পাওয়া আর যাবেনা
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
আমার বুকের বেদনা
সে তো কভু দেখানো যাবেনা
অনুভবে অনুভবে সুখের ছলনা
কাল ফুরাবে রবে যাতনা
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
সে তো বোঝানো যাবেনা
কিসের বেদনে নীরব কান্না
সে কভু প্রকাশিত হয় না
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
কেন যে এত যে ব্যথা
গোপন বুকের বিরহ কথা
চুপি চুপি হারিয়ে যায়
ঐ দূর নীরব নীলিমায়
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
কঠিন নিঠুর ছলনায়
যে সময় কাঁদিয়ে হারায়
রবে না তার ঠিকানা
খুঁজে তো পাওয়া আর যাবেনা
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
আমার বুকের বেদনা
সে তো কভু দেখানো যাবেনা
অনুভবে অনুভবে সুখের ছলনা
কাল ফুরাবে রবে যাতনা
সুখের পরশ পেতে হায়
হৃদয় পুড়ে পুড়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৩/০১/২০২২দারুণ
-
ফয়জুল মহী ১০/০১/২০২২চমকপ্রদ উপস্থাপন l
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০১/২০২২দারুণ