উদাসিন প্রত্যাশায়
প্রতিদিন প্রতিক্ষা উদাসিন প্রত্যাশায়
সময় আসে ফুরিয়ে যায়
রেখে যায় পরাজয়।
নীরবে পুড়ে পুড়ে অবলোকন
থাকে উদাস হাওয়ার বিরহী গুঞ্জন
দূরে দূরে তাকিয়ে স্বপ্নময় অবগাহন
পাওয়া না পাওয়ার টানাপোড়ন
জীবনজুড়ে বিষাদি খেলার আন্দোলন
থাকে দীর্ঘশ্বাস হতাশার আস্ফালন।
তবু প্রতিদিন দিবস রজনী
খুলে দিয়ে হৃদয়ের দখিন দুয়ারখানি
হাসি মুখে দাঁড়াতেই হয় পরাজয় মানি।
এইতো জীবনের নীরব রোজনামচা
চুপিসারে করি সময়ের খরচা।
উদাসিন প্রত্যাশায় জীবনের জলধিতে
এইভাবে সন্তরণ দিবস রজনীতে
শুধু বিরহী ডুব জড়িয়ে থাকে গলেতে
নীরব আমি এইভাবে রয়েছি অজ্ঞাতে।
সময় আসে ফুরিয়ে যায়
রেখে যায় পরাজয়।
নীরবে পুড়ে পুড়ে অবলোকন
থাকে উদাস হাওয়ার বিরহী গুঞ্জন
দূরে দূরে তাকিয়ে স্বপ্নময় অবগাহন
পাওয়া না পাওয়ার টানাপোড়ন
জীবনজুড়ে বিষাদি খেলার আন্দোলন
থাকে দীর্ঘশ্বাস হতাশার আস্ফালন।
তবু প্রতিদিন দিবস রজনী
খুলে দিয়ে হৃদয়ের দখিন দুয়ারখানি
হাসি মুখে দাঁড়াতেই হয় পরাজয় মানি।
এইতো জীবনের নীরব রোজনামচা
চুপিসারে করি সময়ের খরচা।
উদাসিন প্রত্যাশায় জীবনের জলধিতে
এইভাবে সন্তরণ দিবস রজনীতে
শুধু বিরহী ডুব জড়িয়ে থাকে গলেতে
নীরব আমি এইভাবে রয়েছি অজ্ঞাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৩/০২/২০২২সুন্দর সৃজন
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৮/০১/২০২২সুন্দর লিখিয়ে
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৮/০১/২০২২সুন্দর লিখিয়ে
-
ফয়জুল মহী ০৭/০১/২০২২চমৎকার লেখা
-
রাসেল মিয়া ০৭/০১/২০২২চমৎকার
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৭/০১/২০২২সুন্দর