প্রতিযোগিতা
আঁধারের জয়ধ্বনি ধরনীর পর
দিকে দিকে মুচকি হাসি শয়তানের
মানুষগুলো হারিয়ে ফেলছে মানবতা
আজ পৃথিবী পরে বিজয়ী অমানবিকতা
ধর্ষণ খুন হানাহানি মারামারি সহজলভ্য হয়েছে এখানে।
পৃথিবী ডিজিটাল হচ্ছে মধুর কথা
মানুষগুলো কেন নোংরা হচ্ছে,কোথায় সভ্যতা
মানুষের বিবেক মানুষের ভালোবাসা অচেনা
আজ খুঁজি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না
শুধু সাদা মনের মানুষেরা কোনঠাসা এখানে ওখানে।
দলে দলে বিভাজিত আজ আদম সন্তান
বুঝি কেউ কারো নয়,কার আগে কে যাবে
তার প্রতিযোগিতা বিশ্বময়।
আজ নিঠুর স্বার্থের খেলায় পৃথিবী উল্লসিত
যুদ্ধ করে রক্ত ঝরিয়ে তবু আপনার জিত্ চাই
কারো তরে কেউ নয় শুধু আপনায় ব্যস্ত সবাই
পৃথিবীর পথে স্বার্থপরতা চলাচল যন্ত্রণাময়।
দিকে দিকে মুচকি হাসি শয়তানের
মানুষগুলো হারিয়ে ফেলছে মানবতা
আজ পৃথিবী পরে বিজয়ী অমানবিকতা
ধর্ষণ খুন হানাহানি মারামারি সহজলভ্য হয়েছে এখানে।
পৃথিবী ডিজিটাল হচ্ছে মধুর কথা
মানুষগুলো কেন নোংরা হচ্ছে,কোথায় সভ্যতা
মানুষের বিবেক মানুষের ভালোবাসা অচেনা
আজ খুঁজি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না
শুধু সাদা মনের মানুষেরা কোনঠাসা এখানে ওখানে।
দলে দলে বিভাজিত আজ আদম সন্তান
বুঝি কেউ কারো নয়,কার আগে কে যাবে
তার প্রতিযোগিতা বিশ্বময়।
আজ নিঠুর স্বার্থের খেলায় পৃথিবী উল্লসিত
যুদ্ধ করে রক্ত ঝরিয়ে তবু আপনার জিত্ চাই
কারো তরে কেউ নয় শুধু আপনায় ব্যস্ত সবাই
পৃথিবীর পথে স্বার্থপরতা চলাচল যন্ত্রণাময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৯/০১/২০২২onuvutir valo prokash...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২২সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/০১/২০২২চমৎকার
-
মোঃজাকিরুল চৌধুরী ০৮/০১/২০২২চমৎকার একটা কবিতা
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৮/০১/২০২২সুন্দর লিখিয়ে
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০১/২০২২সভ্যতার বিপর্যয় প্রিয় কবি!
-
ফয়জুল মহী ০৭/০১/২০২২ভালো লাগলো I মুগ্ধতা রেখে গেলাম