দৌঁড়
জীবনজুড়ে পরাজয়ের অধ্যায়
সংগ্রাম অবিরত তবু ভয়
কি জানি কতদূরে কতদূরে আর
বিজয়ের পরশ লুকিয়ে রয়।
জীবনের স্রোতে ভেসে ভেসে
যে জলধিতে সময় লুকায়
তার গভীরতায় জীবনের নিংড়ানো সুখ
কখনো কি খুঁজে পাওয়া যায়।
বিজয়ের প্রত্যাশা কিঞ্চিত থাকে
জীবনের পরতে পরতে স্বপ্নময়
দুরাশার বাঁকে পরাজয়ের ক্লান্তিতে
ভেঙে যায় স্বপ্ন বোনার প্রত্যয়।
জীবনের সময় হারিয়ে যায়
পরাজিত বুকে বিষাদী অবক্ষয়
কতদূর কতদূর ঐ স্বপ্নপূরণ
অজানা সবকিছু তবু দৌঁড় নিরালায়।
সংগ্রাম অবিরত তবু ভয়
কি জানি কতদূরে কতদূরে আর
বিজয়ের পরশ লুকিয়ে রয়।
জীবনের স্রোতে ভেসে ভেসে
যে জলধিতে সময় লুকায়
তার গভীরতায় জীবনের নিংড়ানো সুখ
কখনো কি খুঁজে পাওয়া যায়।
বিজয়ের প্রত্যাশা কিঞ্চিত থাকে
জীবনের পরতে পরতে স্বপ্নময়
দুরাশার বাঁকে পরাজয়ের ক্লান্তিতে
ভেঙে যায় স্বপ্ন বোনার প্রত্যয়।
জীবনের সময় হারিয়ে যায়
পরাজিত বুকে বিষাদী অবক্ষয়
কতদূর কতদূর ঐ স্বপ্নপূরণ
অজানা সবকিছু তবু দৌঁড় নিরালায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২সুন্দর
-
অভিজিৎ হালদার ২৩/০২/২০২২ভালো ভাবনার বহিঃপ্রকাশ
-
মনিরুজ্জামান প্রমউখ ০৯/০১/২০২২সুন্দর ।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৭/০১/২০২২ভালো
-
শুভজিৎ বিশ্বাস ০৭/০১/২০২২বাহ্
-
মোঃজাকিরুল চৌধুরী ০৭/০১/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৬/০১/২০২২অতুলনীয় ভাবনা
খুব ভালো লাগলো
আপনার জন্য শুভ কামনা রইল
সুন্দর একটি লেখা কবিতা উপহার দেয়ার জন্য।