আজ কাল
পর সম্পদ হরণকারি ধ্বংসের দিকে অগ্রগামি
এ কথা তুমি রাখিও স্মরণ দিবাযামী।
পরদ্রব্য পরধন গ্রাস করিওনা কভু
সহ্য করবেন না মেহেরবান প্রভু
আজ তুমি যাকে ঠকাবে ভাই
দেখবে কাল তোমার সে সম্পদ আর নাই।
আজ কালের ব্যবধান বুঝতে যদি পারো
সকল কারচুপি আর দুর্নীতি ছাড়ো
ধরাতলে তোমার ক্ষুধাকে কমাও ভাই
বদহজম হবেই ঠিক জেনে রেখ তাই।
যার যা প্রাপ্য তা বুঝিয়ে দিতে হবেই
সময়ের ব্যবধানে সমবন্টন আসবেই
ব্যবধান ঘটার আগেই হও সাবধান
করে নাও নিজেকে সম্পূর্ণ সংশোধন।
পরদ্রব্য পর সম্পদ হরণকারি ধ্বংস হবেই
শুধু কালের ব্যবধান কোনো সংশয় নেই।
এ কথা তুমি রাখিও স্মরণ দিবাযামী।
পরদ্রব্য পরধন গ্রাস করিওনা কভু
সহ্য করবেন না মেহেরবান প্রভু
আজ তুমি যাকে ঠকাবে ভাই
দেখবে কাল তোমার সে সম্পদ আর নাই।
আজ কালের ব্যবধান বুঝতে যদি পারো
সকল কারচুপি আর দুর্নীতি ছাড়ো
ধরাতলে তোমার ক্ষুধাকে কমাও ভাই
বদহজম হবেই ঠিক জেনে রেখ তাই।
যার যা প্রাপ্য তা বুঝিয়ে দিতে হবেই
সময়ের ব্যবধানে সমবন্টন আসবেই
ব্যবধান ঘটার আগেই হও সাবধান
করে নাও নিজেকে সম্পূর্ণ সংশোধন।
পরদ্রব্য পর সম্পদ হরণকারি ধ্বংস হবেই
শুধু কালের ব্যবধান কোনো সংশয় নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২সুনিপুণ রচনা
-
জামাল উদ্দিন জীবন ০৬/০১/২০২২সুন্দর
-
মোঃজাকিরুল চৌধুরী ০৬/০১/২০২২চমৎকার একটা কবিতা
-
ফয়জুল মহী ০৫/০১/২০২২সুনির্মাণ,
ভীষন ভালো লাগলো...